লিবিয়ায় হামলায় বাংলাদেশিসহ সাতজন নিহত
১৮ নভেম্বর ২০১৯বিজ্ঞাপন
বার্তা সংস্থা এপিকে তিনি জানান, হামলায় পাঁচজন বাংলাদেশি ও দুইজন লিবীয় নিহত হয়েছেন৷ এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন বলেও জানান তিনি৷ আহতদের মধ্যেও বাংলাদেশিরা আছেন৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র আমিন আল-হাশেমি এএফপিকে বলেছেন, নিহত সাতজনের মধ্যে দুজন লিবিয়ার৷ বাকিরা বাংলাদেশ, মিশর ও নাইজারের নাগরিক৷
ত্রিপোলির ওয়াদি আল-রাবি এলাকায় এই হামলা হয়েছে৷
লিবিয়ার এক সশস্ত্রগোষ্ঠীর নেতা খলিফা হাফতার গত এপ্রিল মাসে ত্রিপোলি দখলের অভিযান শুরু করেন৷ পূর্ব লিবিয়ার অনেক অংশ এবং দক্ষিণ লিবিয়ার কিছু অংশের নিয়ন্ত্রণ হাফতারের কাছে রয়েছে৷ আর ত্রিপোলির নিয়ন্ত্রণ আছে জাতিসংঘ সমর্থিত সরকারের হাতে৷
ত্রিপোলিতে হামলা চালিয়ে সাধারণ নাগরিক হত্যার জন্য হাফতারের বাহিনীকে দায়ী করে থাকে সরকার৷
জেডএইচ/এসিবি (এপি, এএফপি)