লাদেনের বাড়ি থেকে উদ্ধার পাঁচটি ভিডিও প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
৮ মে ২০১১কী আছে ভিডিওতে?
একটিতে দেখা যাচ্ছে লাদেন হাতে রিমোট নিয়ে টেলিভিশন দেখছেন৷ যেখানে তাকে নিয়ে একটি অনুষ্ঠান দেখানো হচ্ছে৷ আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে তিনি মার্কিন জনগণের উদ্দেশ্যে কিছু বলছেন৷ যেটা হয়তো পরে প্রকাশ করতো আল কায়েদা৷ যেমনটা আগেও করেছে৷ আর বাকী তিনটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ভিডিও বক্তব্য দেয়ার জন্য লাদেন রিহার্সাল বা অনুশীলন করছেন৷ তবে এই ক্লিপগুলোর কোনোটিরই অডিও প্রকাশ করেনি মার্কিন প্রশাসন৷ তারা বলছে নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
মার্কিন কর্মকর্তার বক্তব্য
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা, যিনি ভিডিওগুলো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন, তিনি বলছেন, লাদেনকে আল কায়েদার প্রধান হিসেবে ঠিক যতটা সক্রিয় মনে করা হয়েছিল, তিনি তার চেয়েও বেশি ছিলেন৷ কিন্তু একজন সাবেক মার্কিন জেনারেল মার্ক কিমিত তাঁর এই মন্তব্যকে ‘অসংগতিমূলক' বলে আখ্যায়িত করেছেন৷ তিনি বলেন, ভিডিওতে রিমোট হাতে যে লাদেনকে দেখা যাচ্ছে সেই লাদেন ক্লান্ত, পরিশ্রান্ত৷ অর্থাৎ প্রচারের জন্য ভিডিও নির্বাচন ঠিক হয় নি বলে মনে করছেন জেনারেল কিমিত, যিনি বুশ প্রশাসনের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছিলেন৷
আল কায়েদার নতুন প্রধান
অনেকের মতো মার্কিন ঐ কর্মকর্তাও মনে করছেন মিশরীয় ডাক্তার আয়মান আল-জাওয়াহিরি'ই হতে পারেন পরবর্তী প্রধান৷ তবে আল কায়েদার একটা অংশের মধ্যে তিনি জনপ্রিয় নন বলেও মন্তব্য করেন ঐ কর্মকর্তা৷ উল্লেখ্য, অনেকদিন থেকেই জাওয়াহিরিকে আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতা হিসেবে ধরা হচ্ছে৷ লাদেনের মতো তাকেও নাইন ইলেভেনের পর জনসম্মুখে আর দেখা যায় নি৷ এছাড়া লাদেনের মতো তারও কয়েকটি ভিডিও বক্তব্য প্রচার হয়েছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই