1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেনের ছবি নিয়ে রিপাবলিকান-ডেমোক্রেট বিবাদ

১৫ আগস্ট ২০১১

ওসামা বিন লাদেনকে নিয়ে হলিউডে ছবি তৈরি হচ্ছে, এটা পুরনো খবর৷ কিন্তু নতুন খবর হলো, এই ছবি নিয়ে শুরু হয়ে গেছে রিপাবলিকান-ডেমোক্রেটদের কাজিয়া৷

https://p.dw.com/p/12Gj2
এবার হলিউডে লাদেনকে নিয়ে ছবিছবি: dpa

হলিউডের অস্কার জয়ী পরিচালক ক্যাথরিন বিগেলো ওসামা বিন লাদেন হত্যার অভিযান নিয়ে ছবি তৈরির কাজ শুরু করেছেন৷ এই ছবির প্রয়োজনে তিনি লাদেন হত্যা অভিযানের নানা তথ্য জানতে চেয়েছেন মার্কিন প্রশাসনের কাছে৷ কিন্তু তাতে বাধ সেধেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য পিটার কিং৷ দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করা হচ্ছে এই অভিযোগ এনেছেন তিনি ওবামা প্রশাসনের বিরুদ্ধে৷ পেন্টাগন এবং সিআইএ-র ইন্সপেক্টর জেনারেলের কাছে চিঠি লিখেছেন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান কিং৷ তিনি সামরিক অভিযানের গোপন তথ্য ক্যাথরিন বিগোলোকে দেওয়ায় তার তদন্ত দাবি করেছেন৷

Flash-Galerie Bin Laden Verfolgung Verfolgungsjagd Versteck USA
সেই দুঃসাহসিক অভিযান এবার রূপালি পর্দায় স্থান পাবেছবি: AP Photo/ABC News

তবে পিটার কিং-এর এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস৷ হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেছেন, হোমল্যান্ড সিকিউরিটি কমিটির আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে কথা বলার জন্য৷ অন্যদিকে পেন্টাগনের ও চলচ্চিত্র শিল্পের মধ্যে সহযোগিতা করে যে প্রতিষ্ঠান সেই এন্টারটেইনমেন্ট মিডিয়ার পরিচালক ফিল স্ট্রাব বলছেন, নামকরা চলচ্চিত্র পরিচালকদের বিভিন্ন তথ্য দেওয়াটা অনেক আগে থেকেই হয়ে আসছে৷

তবে পর্যবেক্ষকদের মতে, রিপাবলিকানদের এই আপত্তির পেছনের কারণ অন্য৷ লাদেন হত্যার পর জনমত সমীক্ষায় প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল৷ ক্যাথরিন বিগেলোর নতুন ছবি আগামী নির্বাচনে ওবামার পালে হাওয়া তুলতে পারে বলে রিপাবলিকানদের আশঙ্কা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ