হলিউডের পর্দায় এবার বিন লাদেনের হত্যা
২৮ মে ২০১১কলম্বিয়া পিকচার্স'এর প্রযোজনায় এই ছবি ২০১২ সালের শেষে মুক্তি পাওয়ার কথা৷ পরিচালক অস্কার জয়ী পরিচালক ও প্রযোজক জুটি ক্যাথরিন বিগেলো ও মার্ক বোল এই ছবি তৈরি করবেন৷ কাজ শুরু হতে বেশি দেরি নেই৷ আসলে ২০০৮ সালেই বিন লাদেনকে ধরার অভিযান নিয়ে তারা ছবি তৈরির কথা ভেবে রেখেছিলেন৷ প্রস্তুতিও অনেক দূর এগিয়ে গিয়েছিল৷ এরই মধ্যে ঘটে গেল আসল কাণ্ড৷ ফলে চিত্রনাট্যে তো কিছুটা রদবদল করতেই হয়! তবে ছবির কোনো নাম এখনো স্থির করা হয় নি৷
চলচ্চিত্র জগতে পা রাখার আগে সাংবাদিক হিসেবেও মার্ক বোল অত্যন্ত সফল ছিলেন৷ অন্যদিকে ক্যাথরিন প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে চর্চা করেন৷ এই জুটি ইরাক-যুদ্ধ নিয়ে ‘দ্য হার্ট লকার' নামের যে ছবিটি করেন, তা অস্কার পুরস্কার পায়৷ অতএব বিন লাদেনকে ধরতে বা হত্যা করতে নেভি সিল কমান্ডো বাহিনীর অভিযান নিয়ে অত্যন্ত বাস্তবধর্মী ছবির আশা করছেন দর্শকরা৷ এই প্রথম কোনো মহিলা পরিচালক হিসেবে অস্কার জয় করেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম