রোহিঙ্গা প্রসঙ্গে ওবামা
২০ নভেম্বর ২০১২মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফরে বাংলাদেশের ব্যাপক আগ্রহ ছিল৷ বাংলাদেশ সরকার আর এখানকার সুশীল সমাজ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন বারাক ওবামা রোহিঙ্গা ইস্যু নিয়ে কি বলেন৷ আর শেষ পর্যন্ত তিনি রাখাইন প্রদেশে জাতিগত দাঙ্গা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং সামাজিক মর্যাদা দেয়ার আহ্বান জানিয়েছেন৷
এর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, বারাক ওবামার এই অবস্থান ন্যায়ের পক্ষে৷ আর তাঁর অবস্থান রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ যে সমস্যায় আছে তা সমাধানে ভূমিকা রাখতে পারে৷ কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিরও বিষয় আছে এখানে৷ তাই দেখার বিষয় সেই রাজনীতির হিসেব কষে মিয়ানমার বারাক ওবামার মতকে কতটা গুরুত্ব দেয়৷ তবে বৃহৎ শক্তির এই চাপ অনেক গুরুত্বপূর্ণ৷
তিনি বলেন, বাংলাদেশকে এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করতে হবে৷ মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক ফোরামে আরো সক্রিয় হতে হবে রোহিঙ্গা সমস্যা সমাধানে৷ তবে বাংলদেশকে মানবিক বিষয়টিও বিবেচনায় রাখতে হবে৷ কারণ কেউ স্বেচ্ছায় ঘরবাড়ি ছেড়ে আরেক দেশে পাড়ি জমায় না৷
মিয়ানমারে জাতিগত দাঙ্গাসহ নানা সমস্যায় রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নেয়৷ বাংলাদেশে এখন প্রায় ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী আছে৷ আর অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় চার লাখ৷ বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে তাদের পক্ষে আর নতুন কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব নয়৷