1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিবেরি-বেনজেমার কেলেঙ্কারি

২২ জানুয়ারি ২০১৪

অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার ফ্রাংক রিবেরি ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার বিচারের শুনানি আবারো শুরু হয়েছে৷ চারদিন ধরে চলবে এই শুনানি৷

https://p.dw.com/p/1AuTO
Franck Ribery
ছবি: picture-alliance/dpa

প্যারিসের ক্রিমিনাল কোর্টে জুনে প্রথমবার রিবেরি ও বেনজেমার মামলার বিচার শুরু হয়৷ কিন্তু পদ্ধতিগত সমস্যার কারণে তখন মুলতুবি রাখা হয় এটি৷ সাত মাস পরে গত সোমবার প্যারিসে নতুন করে সেই মামলাটিতে আবার শুনানি শুরু হয়৷ যদিও এসময় আদালতে উপস্থিত ছিলেন না দুই ফুটবলার৷ রিবেরি ও বেনজেমার বদলে তাদের আইনজীবীরা তাদের পক্ষে শুনানিতে অংশ নেন৷

জাহিয়া দেহার নামের ঐ তরুণী জানিয়েছেন, তাঁর বয়স এখন ২১ বছর৷ ২০০৯ সালে জন্মদিনের উপহার হিসেবে তাঁকে চমকে দিতে মিউনিখে হাজির হয়েছিলেন রিবেরি৷ তিনি তখন অপ্রাপ্তবয়স্ক হলেও রিবেরির কাছে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিয়েছিলেন৷

Fussball Frankreich England UEFA EURO 2012
অভিযোগ প্রমাণিত হলে বেনজেমারও তিন বছরের কারাদণ্ড হতে পারেছবি: dapd

রিবেরি অবশ্য জানিয়েছেন, তিনি জানতেন না মেয়েটি যৌনকর্মী৷ আর ২০০৮ সালে প্যারিসের একটি হোটেলে বেনজেমা সাথে শারীরিক সম্পর্কের ব্যাপারটিতেও বয়স গোপন করে অর্থ নেয়ার কথা জানিয়েছেন দেহার৷ তবে বেনজেমা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন৷

ফ্রান্সে কারো সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া অবৈধ বিষয় নয়৷ কিন্তু সেটা অবশ্যই হতে হবে প্রাপ্তবয়স্ক কারো সঙ্গে৷ সেক্ষেত্রে ১৮ বছরের নীচে কারো সঙ্গে অর্থের বিনিময়ে যৌনমিলন দণ্ডযোগ্য অপরাধ৷

বেনজেমা ও রিবেরির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের তিন বছর করে কারাভোগ করতে হতে পারে৷ এছাড়া দিতে হবে ৪৫ হাজার ইউরো জরিমানাও৷

এপিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য