বিমান দুর্ঘটনার কারণ কী?
২ নভেম্বর ২০১৫‘যান্ত্রিক বা ফিজিক্যাল অ্যাকশন'-এর কারণে বিমানটি আকাশেই ভেঙে থাকতে পারে বলে জানিয়েছেন কোগালিমআভিয়ার ডেপুটি জেনারেল ডিরেক্টর আলেক্জান্ডার স্মিরনভ৷ মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘বিমানটির অবস্থা বেশ ভালো ছিল৷ যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলের বিষয়টি আমরা প্রত্যাখ্যান করছি৷''
তবে মিশরের শার্ম আল-শেখ বিমানবন্দরের একটি সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে যে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটির ইতিহাস ছিল৷ শনিবার ভোরে এই বিমানবন্দর থেকেই এয়ারবাস ৩২১-২০০ মডেলের একটি বিমান রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে দুর্ঘটনায় পড়লে ২২৪ আরোহীর সবাই নিহত হয়৷
এর আগে দুর্ঘটনার পরপর ইসলামিক স্টেট-এর সঙ্গে সংশ্লিষ্ট এক গোষ্ঠী দায় স্বীকার করে৷ তবে জঙ্গিদের কাছে ৯ হাজার মিটার উঁচুতে থাকা বিমান ধ্বংস করার মতো অস্ত্র আছে কিনা – সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া ও মিশরের কর্তৃপক্ষ৷
বিশেষজ্ঞরাও আইএস-এর দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন৷
তবে ফ্রান্সের এভিয়েশন বিশেষজ্ঞ মনে করছেন, বোমার কারণে রুশ বিমানটি দুর্ঘটনায় পড়ে থাকতে পারে৷
এদিকে, সোমবার সকালে ১৪৪ জনের লাশ রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে৷ সোমবার দিনের শেষে বাকিদের লাশও রাশিয়ার পৌঁছানোর কথা রয়েছে৷
নিহতদের স্মরণে রবিবার রাশিয়ায় শোক দিবস পালন করা হয়৷
জেডএইচ/ডিজি (এপি, ডিডাব্লিউ)
সিনাই-তে রুশ বিমানটি ভেঙে পড়ল বোমা বিস্ফোরণের দরুণ, নাকি যান্ত্রিক গোলযোগের কারণে? আপনি কী মনে করেন? মন্তব্য করুন নীচের ঘরে৷