‘রাবেয়া’র পর এবার মুক্তিযুদ্ধের ছবি ‘জীবনঢুলী’
২৬ জুন ২০১১ছবিটির কাজ শুরু হবে আগামী শীত মৌসুমে৷ পরিচালক মোকাম্মেল গণমাধ্যমকে জানান, ‘‘আমাদের মতো যারা নির্মাতা তাদের বেশি কাজ করার সুযোগ কম থাকে৷ তারপরও আমি চেষ্টা করি প্রতি বছরই ভালো কিছু করার৷ তাই এটারও বিষয়বস্তু হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বেছে নিয়েছি৷ এরই ধারাবাহিকতায় এ বছরই আমার নতুন ছবির কাজ শুরু করব৷ কাহিনীর প্রয়োজনে ছবিটির চিত্রায়ণ শীতকালে শুরু করতে হবে৷ তাই শীতের জন্য অপেক্ষা করতে হচ্ছে৷''
এছাড়া মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে তানভীর মোকাম্মেল ‘১৯৭১' নামের একটি তথ্যচিত্র নির্মাণ করছেন৷ এর কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এখন সম্পাদনার কাজ চলছে৷ এ বছরই এটি বাজারে আসবে বলে জানিয়েছেন তিনি৷ ইতিমধ্যে, জাপানের কিতা আকাবানে কুমিন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান আয়োজিত এক অনুষ্ঠানে প্রামাণ্য চলচ্চিত্র ‘১৯৭১'-এর কিছু অংশ দেখানো হয়েছে৷ সেটি দেখার পর চলচ্চিত্র বোদ্ধাদের মত, নির্মাণাধীন ‘১৯৭১' এর সুবিশাল ক্যানভাস বিশ্বের বুকে সংঘটিত গণহত্যা ও ধর্ষণের ইতিহাসে একটি বিস্ফোরক হিসেবে আত্মপ্রকাশ করবে৷
তানভীর মোকাম্মেল ১৯৫৫ সালে খুলনা শহরের খানজাহান আলী রোড সংলগ্ন এলাকায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন৷ সমাজ দর্শনের দিক থেকে কমিউনিস্ট আদর্শের বাহক মোকাম্মেল বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট৷ তিনি এখন পর্যন্ত অন্তত ১২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন বলে উইকিপিডিয়া সূত্রের খবর৷ এগুলোর মধ্যে স্মৃতি একাত্তর, নদীর নাম মধুমতি, অচিন পাখি, চিত্রা নদীর পারে, লালসালু, লালন, কর্ণফুলীর কান্না উল্লেখযোগ্য৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আরাফাতুল ইসলাম