1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাবেয়া’র পর এবার মুক্তিযুদ্ধের ছবি ‘জীবনঢুলী’

২৬ জুন ২০১১

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবি ‘রাবেয়া’র ব্যাপক জনপ্রিয়তার পর এবার আবারও মুক্তিযুদ্ধের ঘটনা ভিত্তিক ছবি তৈরি করছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল৷ তাঁর পরবর্তী ছবির নাম দিয়েছেন ‘জীবনঢুলী’৷

https://p.dw.com/p/11jbM
Fotograf: Gerhard Klas, Februar 2011 (zur freien DW Verfügung) Was zeigen die Bilder: "Das "Liberation War Museum" in Dhaka, Bangladesh beschäftigt sich seit 2006 mit der Geschichte der Unabhängigkeit des Staates Bangladesh. Während des Unabhängigkeitskampfes vom damaligen Ost-Pakistan gegen die Armee von West-Pakistan flohen run 10 Millionen Menschen ins Nachbarland Indien. Die Westpakistanische Armee beging hunderttausende Morde an der Zivilbevölkerung. "
ছবি: Gerhard Klas

ছবিটির কাজ শুরু হবে আগামী শীত মৌসুমে৷ পরিচালক মোকাম্মেল গণমাধ্যমকে জানান, ‘‘আমাদের মতো যারা নির্মাতা তাদের বেশি কাজ করার সুযোগ কম থাকে৷ তারপরও আমি চেষ্টা করি প্রতি বছরই ভালো কিছু করার৷ তাই এটারও বিষয়বস্তু হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বেছে নিয়েছি৷ এরই ধারাবাহিকতায় এ বছরই আমার নতুন ছবির কাজ শুরু করব৷ কাহিনীর প্রয়োজনে ছবিটির চিত্রায়ণ শীতকালে শুরু করতে হবে৷ তাই শীতের জন্য অপেক্ষা করতে হচ্ছে৷''

এছাড়া মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে তানভীর মোকাম্মেল ‘১৯৭১' নামের একটি তথ্যচিত্র নির্মাণ করছেন৷ এর কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এখন সম্পাদনার কাজ চলছে৷ এ বছরই এটি বাজারে আসবে বলে জানিয়েছেন তিনি৷ ইতিমধ্যে, জাপানের কিতা আকাবানে কুমিন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান আয়োজিত এক অনুষ্ঠানে প্রামাণ্য চলচ্চিত্র ‘১৯৭১'-এর কিছু অংশ দেখানো হয়েছে৷ সেটি দেখার পর চলচ্চিত্র বোদ্ধাদের মত, নির্মাণাধীন ‘১৯৭১' এর সুবিশাল ক্যানভাস বিশ্বের বুকে সংঘটিত গণহত্যা ও ধর্ষণের ইতিহাসে একটি বিস্ফোরক হিসেবে আত্মপ্রকাশ করবে৷

তানভীর মোকাম্মেল ১৯৫৫ সালে খুলনা শহরের খানজাহান আলী রোড সংলগ্ন এলাকায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন৷ সমাজ দর্শনের দিক থেকে কমিউনিস্ট আদর্শের বাহক মোকাম্মেল বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট৷ তিনি এখন পর্যন্ত অন্তত ১২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন বলে উইকিপিডিয়া সূত্রের খবর৷ এগুলোর মধ্যে স্মৃতি একাত্তর, নদীর নাম মধুমতি, অচিন পাখি, চিত্রা নদীর পারে, লালসালু, লালন, কর্ণফুলীর কান্না উল্লেখযোগ্য৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান