1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাতের অন্ধকারে ভাঙচুর করা হল বঙ্গবন্ধুর ভাস্কর্য

৫ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের কুষ্টিয়ায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে৷ পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ রাতে কোন এক সময় ভাঙ্গা হয়৷ 

https://p.dw.com/p/3mGMc
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরছবি: bdnews24

ঘটনাটি কারা ঘটিয়েছে তা তৎক্ষণাৎ না জানা গেলেও পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে৷

‘‘শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে,'' ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত৷  

Bangladesch | Vandalismus von Statue von Bangabandhu Sheikh Mujibur Rahman
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে, বলছে কর্তৃপক্ষছবি: bdnews24

এর আগে, শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে৷ এর প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করা হয়৷ সেখানে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়৷

তবে ভাঙচুরে অংশ নেয়াদের পরিচয় শনিবার বিকেল পর্যন্ত জানা যায়নি৷

নির্মাণাধীন ভাস্কর্যটির উদ্যেক্তা কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ৷ একই বেদিদে থাকবে জাতীয় চার নেতার ভাস্কর্যও৷

‘‘বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে,'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম৷ ‘‘এর মধ্যে  হঠাৎ করে রাতে দুর্বৃত্তরা এই ভাষ্কর্যটির ডান হাত, পুরো মুখ মণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে৷''

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন যে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ ‘‘বিজয় মাসে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে,'' বলেন তিনি৷

বাংলাদেশে গেল কিছুদিন ধরে ‘ধর্মীয় কারণ’ দেখিয়ে বঙ্গবন্ধুসহ সব ধরনের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আসছে ইসলামপন্থি কয়েকটি গোষ্ঠী৷ এ নিয়ে সরকারি দলের অনেকেই মুখ খুলেছেন এবং সমালোচনা করেছেন৷ দুই পক্ষের বাক-বিতণ্ডার মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় ঘটনাটি ঘটল৷  

জেডএ/এআই (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য