1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাতভর আমফানের তাণ্ডবে ১২ জনের মৃত্যু

২১ মে ২০২০

ঘূর্ণিঝড় আমফানের আঘাতে বাংলাদেশে সাত জেলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে৷ অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে৷ রাতে এ ঝড় প্রবেশ করে বাংলাদেশে৷

https://p.dw.com/p/3cZmp
ছবি: Reuters

ঝড়ের মধ্যে প্রবল বাতাসে বহু গাছপালা ভেঙে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ বিদ্যুৎহীন হয়ে পড়েন উপকূলের ১০ লাখ মানুষ৷

এখন পর্যন্ত ঝড়ে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এর মধ্যে তিনজন করে পিরোজপুর ও যশোরে, পটুয়াখালীতে দুজন এবং ঝিনাইদহ, সাতক্ষীরা, ভোলা ও বরগুনায় একজন করে মারা গেছেন৷ তাদের বেশিরভাগই ঝড়ে গাছ বা ঘর চাপা পড়ে মারা পড়েছেন৷ 

ঝড়ে খুলনার কয়রা উপজেলায় প্রায় ১৪ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কয়েকটি জায়গায় নদীর বাঁধ ভেঙ্গে নোনা পানিতে বাড়িঘর ও ফসলের জমি প্লাবিত হয়েছে৷ নোনাপানিতে গাছপালা ও জমির ফসল নষ্ট হয়ে যেতে পারে৷ কোথাও কোথাও সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে৷

বাংলাদেশে যে কয়েকটি জেলায় ঘূর্ণিঝড় আমফান সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে তার একটি উপকূলীয় জেলা সাতক্ষীরা৷ বুধবার রাত নয়টার দিকে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ঘণ্টায় ১৫১ কিলোমিটারের বেশি বাতাসের গতিতে সাতক্ষীরা উপকূলে আঘাত হানে৷ এ সময় ঝড়ের সঙ্গে ১২ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ছিল৷ জেলার অনেক জায়গায় পানির তোড়ে বাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ফলে এখনো ঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না৷

বাংলাদেশে মূলত সাতক্ষীরা থেকে পটুয়াখালী উপকূলে ঝড়ের তাণ্ডব ছিল সবচেয়ে বেশি৷ পটুয়াখালীতে গাছ পড়ে এক শিশু মারা গেছে৷ এছাড়া নৌকাডুবিতে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) এক সদস্যের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে৷

স্থলভাগে উঠে আসার পর রাতভর প্রচুর বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড় আমফান এখন দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে৷ 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে জানান, আমফান এখন স্থল নিম্নচাপের রূপ নিয়ে দেশের উত্তরাঞ্চলে অবস্থান করছে৷ দেশের সমুদ্র বন্ধরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷

বঙ্গোপসাগরে শতাব্দীর প্রথম ‘সুপার সাইক্লোন' এ পরিণত হওয়া আমফান উপকূলের দিকে ধেয়ে আসার সময় শক্তি কিছুটা ক্ষয় হয়ে আবার অতি প্রবল ঘূর্ণিঝড়ের পরিণত হয়েছিল৷ ঝড়টি উপকূলের কাছাকাছি চলে যাওয়ায় বুধবার সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস৷

বুধবার দুপুরের পর সেটি ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে৷ কলকাতার উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সময় বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটারের মত৷ বুধবার রাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে প্রবেশ করে৷ সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫১ কিলোমিটার৷

যশোর-ঝিনাইদহ পেরিয়ে এটি এখন দেশের উত্তরাঞ্চেলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে৷ দিনভর এর প্রভাবে বৃষ্টি থাকবে৷ আরও বৃষ্টি ঝরিয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে এটি অস্তিত্ব হারাবে৷

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আমফানের প্রভাবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে ১৬০ মিলিমিটার, ঢাকায় ৭৪ মিলিমিটার৷

শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি বর্ষণ (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর৷

এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)