রাজনীতিবিদদের অ্যাকাউন্ট হ্যাকিং
৭ জানুয়ারি ২০১৯জার্মানির কেন্দ্রীয় রাজনীতিবিদ ও বিভিন্ন দলের গোপন তথ্য ফাঁস হওয়া নিয়ে বার্লিনভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যম আরবিবি ইনফোরেডিও শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে৷ এরপর রবিবার রাতে ঐ যুবকের অ্যাপার্টমেন্ট, ময়লা ফেলার জায়গা এবং ব্যবহৃত প্রযুক্তিগত সব উপকরণ ও সরঞ্জাম ভালো করে পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় ক্রিমিনাল পুলিশ অফিসের কর্মকর্তারা৷
এআরডি'র রেডিও প্রতিবেদনে বলা হয়েছে, ঐ যুবকের নাম ইয়ান এস৷ তাঁকে পুলিশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানানো হয় প্রতিবেদনে৷ তাঁকে এই ঘটনার সাক্ষী করা হতে পারে৷ হ্যাকারটি ‘অরবিট' নামে পরিচিত বলে জানিয়েছেন তিনি৷
যেসব রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার অন্যতম৷
আজ কোনো এক সময় পুলিশ ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার৷
ইয়ান কাজ করেন আইটি বিভাগে৷ এই ঘটনাটি সম্পর্কে তিনি বেশ কিছু তথ্য তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন৷ জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এসব তথ্য তাঁকে ঐ হ্যাকার দিয়েছিল৷ তথ্যগুলো প্রকাশ হওয়ার পরই হ্যাকার তার সাথে যোগাযোগ করে জানিয়েছিল, সে তার কম্পিউটার নষ্ট করে ফেলবে, যাতে তথ্যগুলো কে হ্যাক করেছে তা কেউ জানতে না পারে৷
রবিবার সন্ধ্যায় ইয়ান হ্যাকার ‘অরবিটের' সঙ্গে তাঁর ই-মেইল কথোপকথোনের স্ক্রিনশট পোস্ট করেন৷ সেখানে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করে ফেলার কথা বলা হয়েছে৷ তবে হ্যাকার তার অ্যাকাউন্টটি ‘ডিলিট' করে ফেলেছে বলে জানান ইয়ান৷ তবে তদন্ত কর্মকর্তাদের সন্দেহ ইয়ানই হ্যাকার৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)