৭৪ বছরের বৃদ্ধকে গুলি করে হত্যা করল জার্মান পুলিশ
১৭ ডিসেম্বর ২০১৮শহরের কোনো বাসিন্দার ফোন পেয়ে সেই বাড়িতে গিয়েছিল পুলিশ৷ কে বা কারা কেন পুলিশ
ডেকেছিল সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছেন বোখুম পুলিশের মুখপাত্র৷ জানা যায়, পুলিশ সেই বাড়িতে ঢুকে তল্লাশি করতে গেলে নিহত বৃদ্ধ অস্ত্র সদৃশ কিছু একটা বের করার চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গেই পুলিশ গুলি ছোঁড়ে এবং সেই গুলিতে গুরুতর আহত ওই বৃদ্ধ কিছুক্ষণ পর মারা যান৷ ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে বোখুম পুলিশ একটি বিবৃতি দেবে বলে জানা গেছে৷
উল্লেখ্য,জার্মানিতে পুলিশ কারো ওপর হামলা করেছে এমন ঘটনা ভীষণ অপ্রত্যাশিত এবং অনাকাঙ্খিত এবং বিরল বললেই চলে৷ তবে জার্মান পুলিশ কলেজের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে পুলিশের গুলিতে ৩৯ জন আহত এবং ১৪ জন নিহত হয়েছেন৷ গত দুয়েক বছরে পুলিশের গুলিতে মৃত্যুর হার বেড়েই চলেছে৷ এর আগে ২০১৬ সালে পুলিশের গুলিতে ১১ জন নিহত ও ২৮ জন আহত এবং ২০১৫ সালে ১০ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিল৷
ডেভিস ফানওপডর্প/এফএ