যুদ্ধাপরাধের দায়ে গোলাম আযম কারাগারে
১১ জানুয়ারি ২০১২বলা হয়েছে, তিনি একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী৷ আদালতে গোলাম আযমের জামিন আবেদন জানানো হলেও তা নাকচ করা হয়৷ ইতিমধ্যে তাঁকে কারা হেফাজতে হাসপাতালে নেয়া হয়েছে৷
বুধবার সকাল সাড়ে ৯টার পরই গোলাম আযম তার পুত্র, আত্মীয় স্বজন এবং আইনজীবী নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে হাজির হন৷ তাকে হুইল চেয়ারে চেয়ারে করে নেয়া হয় এজলাস কক্ষে৷ আদালত গোলাম আযমকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হত্যা, ধর্ষণ ও লুটতরাজের অভিযোগ পড়ে শোনান৷ তার পক্ষে জামিনেরও আবেদন জানান হয়৷ আদালত শুনানি শেষে গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ যা সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু৷
ট্রাইবুন্যালের রেজিষ্ট্রার শাহিনুর ইসলাম জানান, তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷ তবে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পাঠানো হতে পারে৷ ১৫ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে৷
গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দাবি করেন, গোলাম আযমকে জামিন না দেয়ায় তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন৷ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই৷
এদিকে সকাল থেকেই মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা রাজধানীতে গোলাম আযমকে গ্রেফতার এবং বিচারের দাবিতে মানব বন্ধন করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন