1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’

২৭ ডিসেম্বর ২০১১

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে আবারো তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ আগের প্রতিবেদনটি নিয়ম মাফিক সাজানো হয়নি বলে আদালত তা ফিরিয়ে দেয়৷

https://p.dw.com/p/13ZSM
GOLAM AZAM. @ Harun Ur Rashid Swapan and DW is permited to use.
গোলাম আযমছবি: Harun Ur Rashid Swapan

ট্রাইবুনালের প্রসিকিউশন গত ১২ই ডিসেম্বর গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা অভিযোগ উপস্থাপন করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়৷ ট্রাইবুনাল এ বিষয়ে আদেশের জন্য ২৬শে ডিসেম্বর দিন ধার্য্য করে৷

সোমবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল জানায় যে, আগের প্রতিবেদনটি নিয়ম মাফিক সাজানো হয়নি৷ সেটি পুনর্বিন্যস্ত করে, ৫ই জানুয়ারির মধ্যে সেটা আবার ট্রাইবুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে৷ ট্রাইবুনালের তদন্ত সংস্থা গত ১লা নভেম্বর গোলাম আযমের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়৷ সরকার পক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলেন, গোলাম আযমের বিরুদ্ধে দাখিল করা অভিযোগগুলো সুবিন্যস্ত ছিল না এবং তা যথাযথভাবে উপস্থাপন করা হয়নি৷ এসব বিবেচনা করেই ট্রাইবুনাল আগামী ৫ই জানুয়ারি পুণরায় আভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন৷ অর্থাৎ তাঁকে গ্রেপ্তারের বিষয়ে এরপরই আদেশ দেবে আদালত৷

অপর দিকে, গোলাম আযমের আইজীবী ও জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুই বছর ধরে কাজ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আনুষ্ঠানিক আভিযোগ দাখিল করেছেন৷ কিন্তু আজও তাঁরা যথাযথ নিয়মে গোলাম আযমের বিরুদ্ধে আভিযোগ দাখিল করতে পারেননি৷ এ থেকেই প্রমাণ হয় যে, গোলাম আযমের বিরুদ্ধে এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও আসলে তাঁকে হেয় করার জন্য৷

প্রসঙ্গত যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও বিচার কাজ চলছে৷ মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য