1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র-রাশিয়ার শীতল যুদ্ধ

৮ আগস্ট ২০১৩

মস্কোয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন-এর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এডওয়ার্ড স্নোডেনকে মস্কোতে সাময়িক আশ্রয় দেয়ায় ওবামার এই সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/19LzM
US President Barack Obama gestures during a press conference with South African President at the Union Building in Pretoria, South Africa, June 29, 2013. Obama decided today not to visit his political hero Nelson Mandela in hospital to preserve the 'peace and comfort' of the anti-apartheid legend, whose family he will meet to offer prayers instead. 'The President and First Lady will meet privately with members of the Mandela family to offer their thoughts and prayers at this difficult time,' a US official said, as Obama arrived in Pretoria for talks with South African President Jacob Zuma in the middle leg of a three-nation swing. AFP PHOTO/JIM WATSON (Photo credit should read JIM WATSON/AFP/Getty Images)
ছবি: Jim Watson/AFP/Getty Images

আগামী সেপ্টেম্বর মাসে রাশিয়ার সেন্ট পিটাসবার্গ-এ অনুষ্ঠেয় জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওবামার৷ লস অ্যাঞ্জেলেস-এ এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি৷ তবে, বৈঠক বাতিল করলেও ওবামা সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস৷

রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক বিষয়ে অগ্রগতি হলেও বহু বিষয়ে এখনও অগ্রগতির অভাব আছে জানিয়ে বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন-কে রাশিয়ায় সাময়িক আশ্রয় দেয়ায় ওবামা হতাশ হয়েছেন৷ বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার সাথে তাদের সাম্প্রতিক কমর্কাণ্ডে এমন কোন অগ্রগতি ঘটেনি যাতে একটা শীর্ষ বৈঠক করা যেতে পারে৷

হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, স্নোডেনের আশ্রয়ের বিষয়টি দুদেশের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে৷  মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ রাশিয়া এখন শীতল যুদ্ধে ফিরে যেতে চাইছে এবং তাদের মনোভাব অনেকটা এ রকম বলে মন্তব্য করেন তিনি৷ তবে কার্নি এও জানান, সম্প্রতি স্নোডেনসহ বেশ কিছু ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনে কথা হয়েছে৷ তবে, সিরিয়াসহ বেশ কিছু ইস্যুতে দুদেশের মধ্যে মতপার্থক্য রয়েছে৷

এদিকে ক্রেমলিন জানিয়েছে, এই বৈঠক বাতিল হওয়ায় তারা হতাশ হয়েছে৷ তবে, যুক্তরাষ্ট্রের প্রতি আমন্ত্রণ এখনো বহাল আছে৷

তবে, ওবামার বৈঠক বাতিল হলেও আগামী শুক্রবার ওয়াশিংটনে দুদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ এই বৈঠকে আফগানিস্তান, সিরিয়া, ইরান, উত্তর কোরিয়া, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে৷

স্নোডেন যাতে অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় না পান, সে জন্য যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে এ ব্যাপারে চাপ সৃষ্টি করছিল৷ মস্কো বিমানবন্দরে ট্রানজিট এরিয়ায় প্রায় এক মাস অবস্থান করার পর স্নোডেনকে গত ১লা আগস্ট রাশিয়া সরকার এক বছরের জন্য সাময়িক আশ্রয় দেয়৷

এপিবি / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য