যুক্তরাষ্ট্রে মুসলিম: বৈষম্য সত্ত্বেও সুখী
৩০ আগস্ট ২০১১যুক্তরাষ্ট্রের সাড়ে সাতাশ লক্ষ মুসলিমদের সম্পর্কে একটি কথা নিশ্চিৎ করে বলা যায়: তারা প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাটদের উদগ্র সমর্থক এবং ওবামা সরকারের নীতির সঙ্গে সম্পূর্ণ একমত৷ নাইন-ইলেভেনের দশম বার্ষিকী আসতে চলেছে৷ এই মুহূর্তে মার্কিন মুসলিমদের নিয়ে একটি জরিপে একদিকে যেমন মুসলিমদের সম্পর্কে বাকি মার্কিনিদের ভুল ধারণা, তেমনই তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বাড়ার একটা স্পষ্ট অনুভূতির প্রতিফলন ঘটলেও, সাধারণভাবে সন্তোষই প্রকাশ পেয়েছে৷
জরিপের উদ্যোক্তা পিউ রিসার্চ সেন্টারের গবেষকরা বলছেন, তাদের তথ্য থেকে দেখা যাচ্ছে যে, মার্কিন মুসলিমরা পুরোপুরি সমাজের কেন্দ্রস্থলে এবং তারা নরমপন্থি৷ তাদের একটি বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ চরমপন্থি আদর্শের বিরোধী৷ তাদের মতে ইসলাম ধর্ম রক্ষার নামে আত্মঘাতী সন্ত্রাসী আক্রমণ চালানোর কোনো যৌক্তিকতা নেই৷ জরিপে মার্কিন মুসলিমদের প্রায় ৫৬ শতাংশ বলেছেন যে, অধিকাংশ মুসলিম যারা যুক্তরাষ্ট্রে আসেন, তারা মার্কিন রীতিনীতিই গ্রহণ করতে চান৷ কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মাত্র এক-তৃতীয়াংশ বিশ্বাস করে যে, অভিবাসী মুসলিমরা মার্কিন সমাজের অঙ্গ হয়ে উঠতে চায়৷
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় এই পরিসংখ্যান যে, পাঁচজন মার্কিন মুসলিমের মধ্যে চারজনের বিশ্বাস, তাদের জীবন ঠিক পথে এবং ঠিকভাবেই চলেছে৷
মার্কিন মুসলিমদের ৫৫ শতাংশ বলেছেন যে, নাইন-ইলেভেন যাবৎ যুক্তরাষ্ট্রে মুসলিম হিসেবে বসবাস করাটা আরো কঠিন হয়ে উঠেছে৷ অথচ তাদের ৪৮ শতাংশের ধারণা, মার্কিনিরা সাধারণত মুসলিমদের প্রতি বন্ধুভাবাপন্ন৷ অপরদিকে সাধরণ মার্কিনিদের ধারণা যে, নাইন-ইলেভেন'এর পর থেকে মার্কিন মুসলিমদের মধ্যে উগ্রপন্থিদের প্রতি সমর্থন বেড়েছে৷ খোদ মুসলিমদের মধ্যে মাত্র চার শতাংশের সেই ধারণা৷
বলতে কি, মার্কিন মুসলিমদের উদার মনোভাব প্রকাশ পেয়েছে অন্য একটি ক্ষেত্রে: তাদের ৯০ শতাংশের ধারণা, মেয়েদের বাড়ির বাইরে কাজ করার অধিকার আছে৷ ৬৮ শতাংশ মনে করেন, রাজনৈতিক নেতা হিসেবে স্ত্রী-পুরুষের মধ্যে কোনো তারতম্য নেই৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক