1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার ৫

৪ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশ থেকে ভয়াবহ মাদক হেরোইন পাচার হচ্ছে যুক্তরাজ্যে৷ আর তা পাচার করা হচ্ছে দেশি-বিদেশি কুরিয়ার সার্ভিস এবং বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে৷ এই পাচারকারী চক্রের ৫ সদস্যকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে৷

https://p.dw.com/p/163DS
ছবি: fotolia/Thomas N

কয়েকদিন আগে আধা কেজি হোরোইনসহ শামসুল আরেফি তুহিন নামে একজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷ তাকে জিজ্ঞাসাবাদেই জানা যায় বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে হোরোইন পাচারের কাহিনি৷ আর তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে পাচারে সহায়তাকারী একটি কুরিয়ার সার্ভিসের ৪ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়৷ তুহিন গোয়েন্দাদের জানায়, তার এক আত্মীয় শাহ আলম সুমন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন৷ তার কাছেই মূলত তিনি হেরোইন পাঠান৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মশিউর রহমান ডয়চে ভেলেকে জানান, সে স্বীকার করছে এ পর্যন্ত হেরোইনের ৬০/৬৫টি চালান সে যুক্তরাজ্যে পাঠিয়েছে৷ এসব চালান কখনো জুতার মধ্যে, কখনো বা বইয়ের মধ্যে বা অন্য কোন উপায়ে পাঠানো হয়েছে৷

গোয়েন্দা উপকমিশনার জানান, বাংলাদেশ থেকে পাঠানো এই মাদকের চালান মাঝে মধ্যে বিভিন্ন দেশে ধরাও পড়েছে৷ বিভিন্ন দেশের পুলিশ এবং কাস্টমস কর্তৃপক্ষ যা তাদের লিখিতভাবে জানিয়েছে৷

তিনি জানান, ঢাকার বেশ কয়েকটি কুরিয়ার সার্ভিস নিয়ে তারা তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছেন৷ প্রাথমিক অনুসন্ধানে মনে হয়েছে, তাদের কিছু অসাধু কর্মচারী এর সঙ্গে জড়িত৷ আর মূল হোতা শাহ আলম সুমন যেহেতু ব্রিটিশ নাগরিক তাই তাকে ধরতে বাংলাদেশের ব্রিটিশ দূতাবাসের সহায়তা চাওয়া হবে৷

এর আগে ২০০৯ সালে বাংলাদেশের একটি খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাকসবজি রফতানির আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যানাডায় হেরোইন পাচার করে ধরা পরে৷ তাদের বিরুদ্ধে মামলার এখন বিচার চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য