ফ্যানরা ফানের ওপর ক্ষিপ্ত
৯ ডিসেম্বর ২০১৫চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বি-র খেলাটিতে অ্যান্টনি মার্শিয়াল ইউনাইটেড-কে এগিয়ে দেবার পর ভোল্ফসবুর্গের সেন্টার-ব্যাক নাল্দো ইকোয়ালাইজ করেন৷ হাফটাইমের আগেই মিডফিল্ডার ভিয়েরিনিয়ার গোলে ভোল্ফসবুর্গ এগিয়ে যায়৷ জোশুয়া গিলাফোগির সেমসাইড গোলে ফলাফল ২-২ দাঁড়ানোর পরেও নাল্দো আবার একটি গোল করেন – ফলে ভোল্ফসবুর্গ জেতে ৩-২ গোলে এবং গ্রুপের প্রথম হিসেবে নকআউট পর্যায়ের জন্য কোয়ালিফাই করে৷
অন্যদিকে পিএসভি আইন্ঢোফেন সিএসকেএ মস্কোকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থান অধিকার করেছে – ম্যানইউ তৃতীয় এবং বাদ! যত দোষ নন্দ ঘোষ: এক্ষেত্রে লুইস ফান খাল, ম্যানচেস্টারের কোচ৷ সুমন্থ রমন টুইট করেছেন: ‘এলভিজি-র (অর্থাৎ লুইস ফান খাল-এর) একমাত্র অর্জন হলো, ম্যান ইউ ফ্যানদের ডেভিড ময়েস-এর জন্য মন কেমন করছে৷ এটা একটা দারুণ অর্জন৷'
ম্যানচেস্টার ইউনাইটেড এবার ইউরোপা লিগে৷ মাসাকু তাঁর টুইটে ব্যাপারটা ছবিতে বোঝানোর চেষ্টা করেছেন!
ফান খাল থাকেন আর যান, বাজারে অন্য যে গুজবটি ব্যাপকভাবে ছড়াচ্ছে, সেটি হলো: ম্যানইউ নাকি এবার বার্সেলোনার কাছ থেকে নেইমারকে কিনবে কম করে ১৫ কোটি পাউন্ড – মানে ২০ কোটি ইউরোর বেশি জরিমানা দিয়ে!
জার্মান ফ্যানদের দৃষ্টিকোণ থেকেও মঙ্গলবারের ম্যাচটি বিশেষ জমাটি হয়নি, কেননা ম্যানইউ-এর হয়ে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার তাঁর প্রত্যাশিত ফর্ম দেখাতে পারেননি৷ এমনকি ফান খাল শোয়াইনিকে বার করে নিতে বাধ্য হন এবং পরে বলেন, ‘‘মিউনিখে আমার আমলে শোয়াইনস্টাইগার যা ছিল, এই গেমে সে সেরকম ছিল, এ কথা বলতে পারব না৷ আমি ওকে বদলাই, আর আমি অকারণে প্লেয়ার বদল করি না৷''
এসি/ডিজি (রয়টার্স, এএফপি)