1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারাদোনার শত বর্ষের সেরা সেই গোল

আশীষ চক্রবর্ত্তী১০ নভেম্বর ২০১৫

এখনো প্রসঙ্গটি এলেই সবাই নড়েচড়ে বসেন৷ ১৯৮৬ বিশ্বকাপের সেই গোল৷ ডিয়েগো মারাদোনার সেই গোল৷ ইংল্যান্ডের বিপক্ষে মাঝমাঠ থেকে একে একে চার জনকে কাটানোর পর গোলরক্ষককেও কাটিয়ে শতাব্দীসেরা সেই গোল৷

https://p.dw.com/p/1H3Xq
Diego Maradona ehemaliger Fußballspieler Argentinien
ছবি: picture alliance/dpa

২৯ বছর কেটে গেছে৷ এখনো সেই গোল দেখার সুযোগ পেলে সুযোগটা কেউ ছাড়ে না৷ ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এমনই অসাধারণ এক গোল করেছিলেন ডিয়েগো আরমান্ডো মারাদোনা! নিজেদের প্রান্তে বল পেয়ে বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করলেন শিল্পী মারাদোনা৷ ফুটবলের সঙ্গে তিনি তো জাদুকর! সেদিনও ঝড়ের মতো ছুটতে ছুটতেই দেখালেন কিছু ড্রিবলিংয়ের ভেলকি৷ একে একে চার ইংলিশ ফুটবলার হলেন হাবাগোবা দর্শক৷ তারপর ডান প্রান্ত থেকে গোলরক্ষককেও ফাঁকি দিয়ে বল পাঠালেন জালে৷

মারাদোনার অবিশ্বাস্য সেই গোলই ছিল ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায় বাঁশি৷ ইংলিশরা অবশ্য ‘হ্যান্ড অফ গড', অর্থাৎ হাত দিয়ে করা বিতর্কিত গোলটির কথাই বেশি মনে রাখতে চায়৷ তবে ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ে লেখা হয়ে গেছে মারাদোনার পায়ের গোলটির কথা৷ শতাব্দী সেরা বিশ্বকাপ গোলের মর্যাদা পেয়েছে এটি

ইউটিউবে অনেক নামে ছড়িয়ে আছে মারাদোনার সেই জাদুকরি গোলের ভিডিও৷ লক্ষ লক্ষ মানুষ এখনো দেখছেন প্রায় সমান আগ্রহ নিয়ে৷ এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ৪৫ লক্ষ ৩৮ হাজার ২৯৪ জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য