1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর বিরুদ্ধে লড়তে পারলেন না তেজ বাহাদুর

রাজীব চক্রবর্তী কলকাতা
১ মে ২০১৯

বন্দুক কাঁধে দেশের সীমান্ত পাহারা দিয়েছেন যিনি, তিনিই গোটা দেশের পাহারদার হতে চেয়েছিলেন৷ লোকসভা নির্বাচনে বারাণসী থেকে ‘‌চৌকিদার'‌ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বাস্তবের ‘‌চৌকিদার' তেজ বাহাদুর যাদব৷‌

https://p.dw.com/p/3Hm02
Varanasi  Narendra Modi Indien
ছবি: IANS

বন্দুক কাঁধে দেশের সীমান্ত পাহারা দিয়েছেন যিনি, তিনিই গোটা দেশের পাহারদার হতে চেয়েছিলেন৷ লোকসভা নির্বাচনে বারাণসী থেকে ‘‌চৌকিদার'‌ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বাস্তবের ‘‌চৌকিদার' তেজ বাহাদুর যাদব৷‌

সম্ভাবনা তৈরি হয়েছিল ‘‌একের বিরুদ্ধে এক' লড়াইয়ের৷ বেশ কিছুদিন ধরে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিলো গোটা ভারত জুড়ে৷ ‘‌নির্দল'‌ তেজ বাহাদুর নাটকীয়ভাবে মহাজোটের প্রার্থী হয়ে উঠেছিলেন৷ বিজেপির সেনা-‌রাজনীতির জবাবে মোদীর বিরুদ্ধে সীমান্তরক্ষী বাহিনীর প্রাক্তন জওয়ানের ‘‌যুদ্ধ'‌ ঘোষণা চলতি ভোটের হাওয়ায় বাড়তি আমেজ বয়ে এনেছিল বইকি৷ কিন্তু, শেষ রক্ষা হলো না৷ তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করল নির্বাচন কমিশন৷

কর্মরত অবস্থায় রাজদ্রোহের ঘটনায় অভিযুক্ত তিনি৷ এ বিষয়ে তাঁকে নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন৷ পরদিন তাঁর মনোনয়ন বাতিল করা হলো৷ কমিশনের বক্তব্য, প্রার্থী হওয়ার জন্য কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি তিনি, যদিও তেজ বাহাদুরের দাবি, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে৷

 

মনোনয়ন বাতিল হলেও একজন সাধারণ নিরাপত্তারক্ষী হিসেবে যেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন, তাতে তাঁর সৎ সাহসিকতা প্রশংসিত হচ্ছে৷ তেজ বাহাদুরের ‘‌তেজ'‌-‌এর সুখ্যাতি করছেন অনেকেই৷

আত্মহত্যার পথ বেছে না নিয়ে তেজ বাহাদুর যদি লড়াইয়ে নামেন, তাহলে তা প্রশংসনীয়: দীপাঞ্জন চক্রবর্ত্তী

দেশের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে অভাবনীয় অভিজ্ঞতা ও বাস্তবতার সাক্ষী থেকেছেন দীপাঞ্জন চক্রবর্তী৷ তিনি সর্বোচ্চ সুরক্ষাবাহিনীর কমান্ডো ছিলেন৷ তেজ বাহাদুর প্রসঙ্গে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বাই নিবাসী দীপাঞ্জন বলেন, ‘‌‘‌২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর ৫৫৮ জন জওয়ান আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন৷ কাজের চাপ ও নিম্ন মানের জীবনযাত্রায় বাধ্য করার ফলে এই পথ বেছে নিয়েছেন তাঁরা৷ গত ৫ বছরে কাশ্মীরে সশস্ত্র বাহিনীর জওয়ানের মৃত্যুর হার ১০৬ শতাংশ বেড়েছে৷ এই তথ্য সরকারি৷ অস্বীকার করার উপায় নেই৷ এর ফলে স্পষ্টতই জওয়ানদের দুর্বিসহ জীবনের ছবি স্পষ্ট হয়৷ সুতরাং, অন্যদের মতো আত্মহত্যার পথ বেছে না নিয়ে তেজ বাহাদুর যদি লড়াইয়ে নামেন, তাহলে তা প্রশংসনীয়৷ হার-‌জিত বড় নয়, লড়াইয়ের সাহসকে কুর্ণিশ৷'‌'‌

উত্তরপ্রদেশের ৮০টি কেন্দ্রের মধ্যে বারাণসীর গুরুত্ব আলাদা৷ গতবারের মতো এবারও এখান থেকে নির্বাচনে লড়ছেন মোদী৷ রাজ্যে ভারতীয় জনতা পার্টি-‌বিরোধী তিন দল, সমাজবাদী পার্টি (‌সপা)‌, বহুজন সমাজ পার্টি (‌বসপা)‌ ও রাষ্ট্রীয় লোক দল(‌আরএলডি)‌-‌র মহাজোট এই কেন্দ্রে প্রার্থী করেছিল সপা-‌র ‌শালিনী যাদবকে৷ পরে আচমকা প্রার্থী বদল করেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব৷ নিরাপত্তা বাহিনীর প্রাক্তন জওয়ান তেজ বাহাদুর যাদবকে দলীয় প্রতীক দেন তিনি৷ এখন তেজ বাহাদুরের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর পুণরায় শালিনী যাদবে ভরসা রাখতে হবে মহাজোটকে৷

হরিয়ানার রেওয়াড়ির বাসিন্দা তেজ বাহাদুর৷ ২০১৭-‌তে নিজের ফেসবুকে জওয়ানদের নিম্নমানের খাবার পরিবেশনের ভিডিও পোস্ট করে বহিস্কৃত হয়েছিলেন তিনি৷ ভাইরাল হওয়া সেই ভিডিও দেশজুড়ে আলোড়ন ফেলেছিল৷ রিপোর্ট তলব করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর৷ তাঁর অভিযোগ ছিল, জওয়ানদের খাবার অত্যন্ত নিম্ন মানের৷ আরো অভিযোগ ছিল, জওয়ানদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী বিক্রি করে দেয় সেনার উর্ধ্বতন কর্তৃপক্ষ৷ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছিল তাঁকে৷ কমিশন জানাচ্ছে, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগাম অনুমতি নিতে হতো তাঁকে৷ তিনি তা নেননি৷

তেজ বাহাদুর সেনা জওয়ান নয়, উনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান: সুজিত রায়

নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলাভঙ্গকারী তেজ বাহাদুরের কর্মকাণ্ড মোটেই সমর্থন করতে পারছেন না বহু মানুষ৷ এমন একজনকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী করার সিদ্ধান্তের গোড়ায় গলদ দেখছেন অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক সুজিত রায়৷ ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ‘‌‘‌তেজ বাহাদুর সেনা জওয়ান নয়, উনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান৷ আগেই নিজেকে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন তিনি৷ তাঁকে সমাজবাদী পার্টি প্রতীক দিয়েছিল৷ এই জওয়ান তো নিজেই শৃঙ্খলাভঙ্গকারী৷ সুরক্ষা বাহিনীর নিজস্ব নিয়মানুবর্তিতা থাকে৷ তিনি তা লঙ্ঘন করেছেন৷ এমন একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী!‌ মনে রাখতে হবে, গত নির্বাচনে মোদীর বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়াল ছাড়া বাকিদের জামানত জব্দ হয়েছিল৷ এমন পরিস্থিতিতে তেজ বাহাদুরকে বলির পাঁঠা করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটি রাজনৈতিক পদক্ষেপ‌৷''

‌ওদিকে মাস দেড়েক ধরে গুঞ্জন চলছিল, বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ তুমুল জল্পনার আগুনে বারবার ঘি ‌ঢেলেছিলেন তিনি৷ রাহুল গান্ধীও জল্পনা জিইয়ে রেখেছিলেন৷ তেমনটা হলে লড়াই অন্য রকম হতে পারতো৷ কিন্তু শেষমেশ কার্যত বিজেপি‌কে ‘‌ওয়াক ওভার'‌ দিয়ে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে অজয় রাইকে, যিনি ২০১৪-‌র নির্বাচনে মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নেমে তৃতীয় হয়েছিলেন৷

গতবারের তুলনায় এবারের সাধারণ নির্বাচন অনেকটাই পৃথক৷ নির্বাচনি প্রচারে গিয়ে সর্বত্রই ভারতীয় সেনার পরাক্রম তুলে ধরছেন মোদী৷ রে উরি জঙ্গি হামলার পর ‘‌সার্জিক্যাল স্ট্রাইক'‌, পুলওয়ামা হামলার পর ‘‌এয়ার স্ট্রাইক'‌ ইত্যাদির যাবতীয় কৃতিত্ব সরাসরি মোদীকেই দিচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও তাঁর দলের তাবড় নেতারা৷ গত পাঁচ বছরের কাজের হিসেব-‌নিকেশ তুলে রেখে প্রতিবেশী দেশকে ‘‌যোগ্য শিক্ষা'‌ দেওয়াই প্রাধান্য পাচ্ছে এবারের সাধারণ নির্বাচনে৷

ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথমবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো জওয়ান প্রার্থী হয়েছিলেন৷ সে লড়াই শেষ অবধি টিকল না৷ লড়াইয়ের ময়দান থেকে ছিটকে গিয়ে তেজ বাহাদুর নিজে অবশ্য বলছেন, ‘‌‘আমি ফৌজি৷ উনি (‌মোদি)‌ ফর্জি (‌নকল)‌৷ ষড়যন্ত্র করে আমাকে পথ থেকে সরানো হচ্ছে৷'‌' 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান