1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ মামলা

২৭ ফেব্রুয়ারি ২০২১

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে আন্দোলনে অংশ নেয়া আটক সাতজনের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ‘হত্যাচেষ্টার’ অভিযোগে আনা হয়েছে৷ শুক্রবার মধ্যরাতে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷

https://p.dw.com/p/3q0FZ
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে আন্দোলনে অংশ নেয়া আটক সাতজনের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ‘হত্যাচেষ্টার’ অভিযোগে আনা হয়েছে৷ শুক্রবার মধ্যরাতে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷
ছবি: Mahmud Hossain Opu/AP/picture alliance

এরমধ্যে গতকাল শাহবাগ থেকে আটক সাতজনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে৷ ডয়চে ভেলের বাংলাদেশ কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব আলমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে৷ সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশকে হত্যার চেষ্টা, রক্তাক্ত জখম করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ এই ঘটনায় আর কারা জড়িত, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে৷’’ এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়৷

বুধবার কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় মারা যান লেখক মুশতাক আহমেদ৷ ছয় মাসের বেশি সময় আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হন তিনি৷ এরপর কয়েক দফা তার জামিন আবেদন নাকচ হয়েছে আদালতে৷ মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা৷

Bangladesch Protest nach Tot von Mushtaq Ahmed
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও পুলিশ সদস্যদের আন্দোলনকারীদেরকে বেধড়ক পেটাতে দেখা যায়৷ছবি: Mahmud Hossain Opu/AP Photo/picture alliance

সন্ধ্যায় বামপন্থি ছাত্রসংগঠনগুলোর মিছিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে৷ এ সময় পুলিশের লাঠিপেটায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা৷ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও পুলিশ সদস্যদের আন্দোলনকারীদেরকে বেধড়ক পেটাতে দেখা যায়৷ বার্তা সংস্থা এএফপি বলছে তাদের প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলে অংশ নেয়াদের উপর পুলিশকে লাঠপেটা ও টিয়ার গ্যাস ছুঁড়তে দেখেছেন৷

তবে পুলিশ উল্টো দাবি করেছে, আন্দোলনকারীদের ‘হামলায়’ তাদের ১৫ সদস্য আহত হয়েছেন৷

মামলার বরাত দিয়ে শাহবাগ থানার পরিদর্শক মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘অনুমতি ছাড়া এক থেকে দেড়শ জন মশাল নিয়ে বিক্ষোভ করার সময় তাদের আশপাশের হাসপাতালগুলোর কথা মনে করিয়ে দেওয়া হয়৷ কিন্তু তারা না শুনে পুলিশের উপর উল্টো হামলা চালায়৷’’ তিনি দাবি করেন মশালের আগুনে একজন কনস্টেবলের শরীরে আগুন ধরে যায় এবং পুলিশের অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন৷

Bangladesch Protest nach Tot von Mushtaq Ahmed
মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শনিবারও শহাবাগ এলাকায় মিছিল করেন আন্দোলনকারীরা৷ছবি: Munir uz Zaman/AFP

এদিকে মুশতাকের মৃত্যুর প্রতিবাদের শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ হয়েছে৷ আন্দোলনকারীরা মুশতাকের মৃত্যুকে ‘জেল হত্যা’ হিসেবে অভিহিত করেন৷ বার্তা সংস্থা এএফপিকে প্রতিবাদে অংশ নেয়া মনীষা চক্রবর্তী বলেন, ‘‘মুশতাকের মৃত্যু স্বাভাবিক নয়৷ এটাকে আমরা হত্যাকাণ্ডই বলব৷’’

এদিকে, মুশতাকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র, ক্যানাডা, জার্মানি, ফ্রান্সসহ উন্নত দেশগুলোর জোট-ওইসিডি এর ১৩ জন রাষ্ট্রদূত৷ তারা এই ঘটনার দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহবান জানিয়েছেন৷ নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেস্ট জার্নালিস্ট-সিপিজে এবং পেন আমেরিকাও একই আহবান জানিয়েছে৷

এফএস/এআই (এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান