মুম্বইয়ের আইপিএল জয়
১১ নভেম্বর ২০২০আইপিএলে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের পর এ বছরও আইপিল চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। মঙ্গলবার দিল্লি ডেয়ারডেভিলসকে কার্যত দাঁড়াতেই দেয়নি মুম্বই ইন্ডিয়ান্সের ঝোড়ো বোলিং আক্রমণ। ম্যাচের পর সচিন তেন্ডুলকর টুইট করে শুভেচ্ছা জানান মুম্বইকে। টুইটে তিনি লিখেছেন, ''গোটা ম্যাচে মুম্বই একাই 'ডমিনেট' করেছে।''
মঙ্গলবার আইপিএল নিয়ে উৎসাহ অবশ্য অন্য দিনের তুলনায় কম ছিল। কারণ, বিহারের রাজনীতির ময়দানে একই সময় আরো এক উত্তেজক আইপিএল চলছিল। বিহার নির্বাচন ফালফল এতটাই টান টান যে, বহু মানুষ সাদামাটা আইপিএল ছেড়ে নিউজ চ্যানেলে চোখ রেখেছিলেন।
সাদামাটাই। মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই রাশ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলস। কিন্তু প্রথমেই তিন উইকেট হারায় তারা। প্রথম স্পেলে নতুন বলে অসামান্য বোলিং করেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বৌল্ট। মার্কাস স্টয়েনিস এবং অজিঙ্ক রাহানেকে তুলে নেন প্রথমেই। এরপরেই শিখর ধাওয়ানের উইকেট নিয়ে নেন জয়ন্ত যাদব। ২২ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ মুম্বইয়ের হাতে তুলে দেয় দিল্লি। এরপর দিল্লিকে ১৫৬ রানে টেনে নিয়ে যান আইয়ার এবং রিশভ পন্থ।
ব্যাট করতে নেমেও ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন মুম্বইয়ের কুইনটন ডি কক। ক্যাপ্টেন রোহিত শর্মাও হাফ সেঞ্চুরি করেন। সব মিলিয়ে একবারের জন্যও ম্যাচের রাশ হাতের বাইরে যেতে দেয়নি রোহিতের টিম। তাঁর চোট নিয়ে অনেক আলোচনা চলচে। রোহিত এই ইনিংস কেলে বুঝিয়ে দিলেন, চোট সারিয়ে আগের ফর্ম ধরে রেখেছেন তিনি।
এই নিয়ে পাঁচবার আইপিএলের খেতাব জিতল মুম্বই। আগামী বছরও যদি তারা চ্যাম্পিয়ন হয়, তা হলে আইপিএলের ইতিহাসে প্রথম জয়ের হ্যাট্রিক করবে মুম্বই।
এসজি/জিএইচ (পিটিআই)