‘সন্ত্রাসী গোষ্ঠী’
২৬ ডিসেম্বর ২০১৩এর আগে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে বুধবার সংগঠনটিকে ‘সন্ত্রাসী' হিসেবে ঘোষণা করে মিশরের বর্তমান সরকার৷ মুসলিম ব্রাদারহুড ঐ বোমা হামলার পেছনে নিজেদের জড়িত না থাকার কথা জানিয়ে ঘটনাটির নিন্দা জানিয়েছিল৷ হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা সমর্থিত একটি সংগঠন৷ কিন্তু সরকার এর পেছনে ব্রাদারহুডেরও হাত আছে দাবি করে মিশরের সবচেয়ে পুরোনো এই রাজনৈতিক সংগঠনটিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে৷ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনটি মনে করে এভাবে সরকার আসলে মুসলিম ব্রাদারহুডকে নিষ্ক্রিয় আর দূর্বল করতে চাইছে, তবে মুসলিম ব্রাদারহুড সরকার বিরোধী কর্মসূচি অব্যাহত রাখবে৷
এদিকে মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসবাদী' ঘোষণার একদিন পরই কায়রোর উত্তরের নাসার শহরে একটি বাসে বোমা বিস্ফোরিত হয়৷ বাসের কাছেই রেখে যাওয়া বোমাটি বিস্ফোরিত হওয়ায় পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
মিশরের নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুলাই মাসে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী৷ তারপর থেকে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের প্রতি আগের তুলনায় অনেক কঠোর মিশর সরকার৷ ‘সন্ত্রাসী' ঘোষণার পর সরকার মুসলিম ব্রাদারহুডের প্রতি আরো কঠোর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স, ডিপিএ)