মিনিস্কার্ট পরা সেই তরুণী
১৯ জুলাই ২০১৭তরুণীটি তাঁর এই ঘোরাফেরার একটি ভিডিও আপলোড করেন সামাজিক গণমাধ্যম স্ন্যাপচ্যাটে৷ ভিডিওটি নিমিষেই ব্যাপক সাড়া ফেলে৷ কেউ কেউ সৌদি আরবের পোশাকের রীতিনীতি লঙ্ঘন করায় অবিলম্বে মেয়েটির গ্রেপ্তার দাবি করেন৷ আবার অনেকে তাঁর এই সাহসী পদক্ষেপে সাধুবাদ জানিয়ে তাঁর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন৷
সৌদি আরবের পোশাকের নিয়ম হলো, মেয়েরা অবশ্যই ঢোলা কাপড় পড়তে হবে এবং জনসমক্ষে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেরুতে হবে এবং হিজাব পড়তে হবে৷ তাঁরা গাড়ি চালাতে পারবেন না এবং অপরিচিত পুরুষের কাছ থেকে দূরে থাকতে হবে৷ শনিবার স্ন্যাপচ্যাটে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, খুলুদ রিয়াদ থেকে প্রায় একশ' মাইল দূরের নজদ রাজ্যের উশিকির হেরিটেজ ভিলেজের খালি রাস্তা ধরে হাঁটছেন৷ এই রাজ্যটি সৌদি আরবের সবচেয়ে রক্ষণশীল এলাকা৷ এখানেই আঠারশ' শতকে ওয়াহাবিজম-এর জন্ম৷
ভিডিওটি শনিবার স্ন্যাপচ্যাটে দেয়ার পর টুইটারে ছড়িয়ে পড়ে এবং পক্ষে বিপক্ষে মত আসতে থাকে৷ কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া, কন্যা ইভাঙ্কার প্রসঙ্গ তুলে বলেন, তাঁরাও তো গেল মে মাসে সৌদি সফরের সময় এখানকার পোশাকের নীতি মানেননি৷ একজন লিখেছেন, তিনি যদি বিদেশি হতেন তাহলে তাঁর কোমর কত সুন্দর, কিংবা তাঁর চোখের চঞ্চলতা নিয়ে কথা বলতেন৷ তিনি যেহেতু সৌদি, তাই তাঁর গ্রেপ্তারের দাবি তোলা হচ্ছে৷
এদিকে একটি স্থানীয় পত্রিকা লিখেছে যে, উশিকির কর্তৃপক্ষ রাজ্যের গভর্নর এবং পুলিশের কাছে তরুণীটির বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন করেছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটিকে গ্রেপ্তার করা হয়েছে৷
জেডএ/ডিজি