মাস্ক কি পরবো, নাকি ব্যাগেই থাকবে?
১৩ মার্চ ২০২০তার ক'দিন আগে ইউরোপের দেশটিতে প্রথম করোনা রোগী ধরা পড়ে৷ দেশটিতে এখন এই সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে৷
জার্মানির চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভালো বলেই আমার বিশ্বাস৷ ফলে করোনা প্রতিরোধে তাদের প্রস্তুতি থাকার কথা৷ তাছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ও সাধারণ মানুষকে আশ্বস্ত করছিল যে এখনই ভীতসন্ত্রস্ত হওয়ার কিছু নেই৷ তারপরও একটু নড়েচড়ে বসলাম৷ এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনো৷ ফলে চিন্তাটা একটু বেশিই৷ যদিও মৃত্যুর হার প্রতি শতকে এখনো এক অংকের ঘরে রয়েছে বলে কেউ কেউ সান্তনা খোঁজেন৷ কিন্তু সামগ্রিকভাবে বিচার করলে সংখ্যাটা অনেক বেশি৷
ফলে, করোনা নিয়ে একেবারে নিরুদ্বেগ থাকা কঠিন৷ আর উদ্বেগটা খানিকটা বাড়লো যখন দেখলাম বিভিন্ন সুপারমার্কেটের কিছু তাক মুহূর্তেই খালি হয়ে গেল৷ ‘হ্যান্ড স্যানিটাইজারের' সংকট তৈরি হলো বনে৷ নানা স্থানে ঘুরে একদিন সকালে এক দোকানে সেটা পেলাম৷ সঙ্গে সঙ্গে চারটা নিয়ে ক্যাশের দিকে আগালাম৷ কিন্তু ক্যাশে বসে থাকা ব্যক্তি জানালেন জনপ্রতি তিনটার বেশি কেনা যাবে না৷
জার্মানদের একটা বিষয় ভালো লাগে৷ অন্যের প্রতি বেশ সহানুভূতিশীল তারা৷ আমাকে যখন তিনটার বেশি কিনতে দিচ্ছিল না, তখন পেছনে থেকে এক ভদ্রমহিলা বললেন, আমি কি বাকিটা কিনে তাকে দিতে পারি? ক্যাশে থাকা ব্যক্তি বললেন, বর্তমান নিয়ম অনুযায়ী সেটা সম্ভব৷
একটা হ্যান্ড স্যানিটাইজার কম কিনলে জগৎ উল্টে যেত না৷ কিন্তু, ভদ্রমহিলার মহানুভবতার প্রতি সম্মান জানাতে তার প্রস্তাব গ্রহণ করলাম, তবে তাঁকে সেটার দাম দিয়ে দিলাম৷
এতো গেল স্যানিটাইজার, সুপার মার্কেটগুলোর চালসহ অন্যান্য শুকনো খাবারের তাকগুলোও দ্রুত খালি হয়ে গিয়েছিল জার্মানিতে প্রথমবার করোনা ছড়ানোর খবর প্রকাশ হওয়ার পর৷ কেননা, শুকনো খাবার অনেকেই কিনে ঘরে মজুত করেছেন৷ জার্মান জাতি গত শতকে দু'টি বিশ্বযুদ্ধে অংশ নিয়েছে৷ ফলে এ জাতি জানে খাদ্য এবং অন্যান্য সংকট কত ভয়াবহ হতে পারে৷ এখনো অনেক বৃদ্ধ-বৃদ্ধা স্বাভাবিক সময়েও বেজমেন্টে খাবার মজুত করে রাখেন কোন এক অজানা আতঙ্কে৷ ফলে তারা যে এমনটা করবেন, সেটা খুবই স্বাভাবিক৷
আমি আবার জার্মানদের এত তাড়াহুড়া দেখে অ্যামাজনে বেশ চড়া দামে একটি মাস্কও অর্ডার দিলাম৷ সেই মাস্ক নাকি করোনা ভাইরাস প্রতিরোধেও সক্ষম যদি সঠিকভাবে ব্যবহার করা হয়৷ অ্যামাজনের ওয়েবসাইটেই বিষয়টি লেখা ছিল৷ মাস্কটি কাঙ্খিত সময়ের আগেই আমার পোস্ট বক্সে হাজির হয়ে যায়৷
সমস্যা হয়েছে, বনে মাস্ক পরে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা অন্তত কম৷ ঘণ্টাখানেক শহরে হাঁটলে হয়ত একজনকে পাওয়া যাবে যে কিনা মাস্ক পরে ঘুরছেন৷ মোটের উপর গত কয়েকদিন ধরে নানা বিশ্বস্ত গণমাধ্যমও লিখছে মাস্ক নাকি তেমন একটা কার্যকর নয়! উল্টো মাস্ক নাকি পরা উচিত যে ইতোমধ্যে আক্রান্ত তাঁর!
ফলে আমি আছি দোটানায়৷ আমার দামি মাস্কটা কি পরবো, নাকি ব্যাগে নিয়ে ঘুরবো?
প্রিয় পাঠক, আপনি কি কিছু বলতে চান? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷