1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭০ ভাগ জার্মান করোনায় আক্রান্ত হবে: ম্যার্কেল

১১ মার্চ ২০২০

জার্মানির জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ করোনা ভাইরাসে আক্রান্ত হবে বলে জানিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তবে দেশটি সীমান্ত বন্ধের পক্ষে নয় বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷

https://p.dw.com/p/3ZD9s
Bundeskanzlerin Angela Merkel, CDU
ছবি: imago images/photothek/F. Zahn

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মানির সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেছেন, জার্মানির জনসংখ্যার ৭০ ভাগ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিস্কার না হওয়ায়, ছড়ানোর গতি কিভাবে কমানো যায় সেদিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি৷

বার্লিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এই ভাইরাস ঠেকানোর কোনো ব্যবস্থা বা কার্যকর উপায় এখনও নেই৷ জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ তাই (করোনা ভাইরাসে) আক্রান্ত হবেন৷''

এরিমধ্যে জার্মানিতে ১২৯৬ জনের দেহে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে৷ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের৷ যার মধ্যে  তৃতীয়জন মারা গেছেন বুধবার৷ তিনজনেরই মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা হাইন্সব্যার্গে৷

ম্যার্কেল এই পরিস্থিতিতে সবাইকে ঐক্য বজায় রাখার আহবান জানান৷ ‘‘ আমাদেরকে ঐক্য, বোধ-বুদ্ধি আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে এবং আশা করি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব,'' বলেন ম্যার্কেল৷ এ সময় তিনি স্বাস্থ্য কর্মী এবং স্থানীয় প্রশাসনগুলোকে ভাইরাস প্রতিরোধে উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান৷ ইটালির নাগরিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন৷

প্রাদুর্ভাব মোকাবেলা এবং অর্থনৈতিক অভিঘাত সামলাতে ম্যার্কেল ইউরোপের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেয়ার উপরও জোর দেন৷

ইটালিতে এরই মধ্যে দশ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন অন্তত ৬৩১ জন৷ এমন প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশে সীমান্ত বন্ধে দাবি উঠছে৷ জার্মানির প্রতিবেশি অস্ট্রিয়া ইটালির নাগরিকদের সেখানে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে এর পক্ষে নয় জার্মানি৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান জানিয়েছেন, সীমান্ত বন্ধ করে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হবে না৷

এক হাজারের বেশি মানুষের জমায়েত হতে পারে এমন আয়োজন বাতিল করার আহবানও জানিয়েছিলেন স্পান৷ এই বিষয়ে জার্মানির ১৬ টি রাজ্যের কর্তৃপক্ষ শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে৷  

এফএস/কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য