মসজিদ বিষয়ক অনুদান নিয়ন্ত্রণে জার্মান সরকার
২৮ ডিসেম্বর ২০১৮যে-কোনো দেশ থেকে মসজিদ বিষয়ক অনুদান প্রসঙ্গে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে আরব বিশ্বের প্রতি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় দৈনিক জুড ডয়চে সাইটুং ও এনডিআর ও ডাব্লিউডিআরকে জানায়, সৌদি আরব, কাতার, কুয়েতসহ অন্যান্য আরব দেশগুলোর প্রতি মসজিদ বিষয়ক অনুদান একটি নিবন্ধনের মাধ্যমে দেওয়ার আহ্বান জানানো হয়েছে৷
আন্তর্জাতিক ও দেশি গোয়েন্দা সংস্থাকে কারা অনুদান দিচ্ছে ও কারা গ্রহণ করছে – এই বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়৷ জার্মানির কোনো ধর্মীয় সংগঠন আরবদেশগুলোর কাছে সহায়তা ও সমর্থন চাইলে সেটি দেওয়ার বিষয়েও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জার্মান প্রশাসন৷
গত নভেম্বরে হয়ে যাওয়া ইসলামিক সম্মেলনের সময় থেকেই ধর্মীয় অনুদান ও প্রভাবের বিষয়গুলো নিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে৷ সে সময় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলোর প্রতি অনুরোধ জানান তারা যেন জার্মানির মসজিদগুলোর ওপর কোনোধরনের প্রভাব না খাটায়৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে মসজিদে অনুদান প্রসঙ্গে কুয়েতের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়ে গেছে৷ তবে অন্যান্য দেশগুলো এখনো কিছু জানায়নি৷
উল্লেখ্য, গত সপ্তাহেই গির্জার মতো মসজিদ থেকেও কর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জার্মান সরকার৷ জার্মানিতে ৪৪ থেকে ৪৭ লাখ মুসলমান বাস করে৷ মুসলমানদের করের ব্যবস্থা না থাকায় মসজিদগুলোকে দানের উপর নির্ভর করতে হয়৷ বেশিরভাগ অনুদানই এসেছে আরব দেশগুলো থেকে৷ মসজিদে অনুদান দেওয়ার মাধ্যমে ধর্মীয় উগ্রবাদকে প্রভাবিত করার চেষ্টাও নজরে এসেছে৷ তাই অনুদানকে নিরুৎসাহিত করার সিদ্ধান্তই গ্রহণ করেছে জার্মান সরকার৷
নিকোল গোয়েবেল/এফএ