মন্দা ঠেকাতে আবার সুদের হার বৃদ্ধির পথে ইসিবি
২৭ অক্টোবর ২০২২গত জুলাই থেকে এ পর্যন্ত ইতিমধ্যে দুবার সুদের হার বাড়িয়েছে ইসিবি৷ কিন্তু তারপরও মূল্যস্ফীতি কমছে না৷ খাদ্যপণ্যসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে৷ ফলে প্রায় অনিবার্য হয়ে ওঠা চরম অর্থনৈতিক সংকট থেকে ইউরোজোনকে বাঁচাতে সুদের হার আরো ৭৫ ‘বেসিক পয়েন্ট' বাড়াতে চলেছে ইসিবি৷ইউরোপীয় অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, সুদের হার আবার বাড়ালে ঋণ নিয়ে বেশি দামে পণ্য ক্রয়ের প্রবণতা কমবে আর তার প্রভাবে পণ্যের দামও ধীরে ধীরে হ্রাস পাবে৷
বছরের এই সময়ে সর্বোচ্চ ২% মূল্যস্ফীতি অনুমান করা হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের ১৯টিকে নিয়ে গড়া ইউরোজোনে প্রকৃতপক্ষে মূল্যস্ফীতির হার এখন তার চেয়ে পাঁচ গুণ বেশি, অর্থাৎ ঠিক ১০%৷
মূল্যস্ফীতির অস্বাভাবিক বৃদ্ধি রুখতে ইসিবি সুদের হারানোর বাড়ানোর সিদ্ধান্ত নিলেও ইউরোজোনের সব দেশ এ সিদ্ধান্তকে স্বাগত জানায়নি৷ কয়েকটি দেশের সরকার ইতিমধ্যে ইসিবির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সুদের হার বাড়ালে সমস্যা বাড়বে বৈ কমবে না৷ তাদের মতে, বেশি হারে সুদ দিতে গিয়ে বেশি ঋণগ্রস্ত দেশগুলো আরো বড় সংকটে পড়বে৷ তাদের পণ্যের চাহিদা বা ঋণের প্রয়োজন কমবে না, বরং মূল্যস্ফীতি আরো বাড়বে৷
তবে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে বলেছেন, বর্তমানে মূল্যস্ফীতি ‘খুবই বেশি', তাই জরুরি ব্যবস্থা নিতে হচ্ছে৷এ সময় ইউরোজোনের সদস্য দেশগুলোকে উচ্চ সরকারি ব্যয়ের বিষয়ে সতর্কও করেছেন তিনি৷ তার আশঙ্কা, সরকারগুলো ব্যয় কমানোর সিদ্ধান্ত না নিলে ইসিবির উদ্যোগ ব্যর্থ হতে পারে৷
এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)