ভোটপর্ব শেষ, ট্রুডোই জিতবেন, বলছে ক্যানাডার মিডিয়া
২১ সেপ্টেম্বর ২০২১প্রচারে ট্রুডো বলেছেন, এই নির্বাচন আসলে গণভোট। করোনাকালে তিনি যে ব্যবস্থা নিয়েছিলেন, সেটা নিয়েই রায় দিন ভোটদাতারা।
ক্যানাডায় লড়াই হচ্ছে ট্রুডোর সঙ্গে রক্ষণশীল প্রার্থী এরিন ওটুল-এর। এই নির্বাচনই ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দেবে। সেজন্যই নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর ক্যানাডার মিডিয়া সিবিসি ও সিটিভি বলেছে, ট্রুডোই জিতবেন। তার দল সব চেয়ে বেশি আসন পাবে। তবে তাকে আবার সংখ্যালঘু সরকার চালাতে হবে।
সর্বশেষ খবর
ক্যানাডার সর্বত্রই ভোটগ্রহণ প্রায় শেষ। গণনা শুরু হয়েছে। তবে তা একেবারেই প্রাথমিক স্তরে আছে।
নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টাল ব্যালট গণনার কাজ মঙ্গলবারও চলবে। তাই কে জিতছেন, তা তাড়াতাড়ি জানা যাবে না।
প্রধান বিষয়
২০১৫ সালে সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো বিপুলভাবে জিতেছিলেন। চার বছর পর ২০১৯ সালে তিনি আবার জিতেছিলেন ঠিকই, কিন্তু আসনসংখ্যা অনেক কমে যায়। ২০০১ সালে ইউনিভার্সিটি পার্টির কিছু ছবি সেসময় সামনে আসার ফলে আধুনিক, বৈষম্য না করা নেতা হিসাবে তার ভাবমূর্তি ধাক্কা খায়।
কিন্তু এই অকাল নির্বাচনের আরেকটি কারণ আছে। সেটা হলো করোনা। ট্রুডো এই করোনা নিয়েই গণভোট চাইছেন। ক্যানাডায় ৭৩ দশমিক চার শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। বিশ্বের দেশগুলির মধ্যে ক্যানাডা এই ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে থাকা দেশ।
প্রচারে বারবার উঠে এসেছে করোনার প্রসঙ্গ, কীভাবে করোনার মোকাবিলা করা যাবে সেই প্রসঙ্গ। ট্রুডো চেয়েছেন, দেশের সব মানুষ দ্রুত ভ্যাকসিন নিন। আর এরিনের মত হলো, দ্রুত করোনা পরীক্ষার উপর বেশি জোর দেয়া উচিত।
সোমবার ট্রুডো টুইট করে বলেছেন, ''বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে ভোট দিন। সেজন্যই আপনাদের ভোট এতটা মূল্যবান।''
আর এরিন বলেছেন, ''কর সংস্কার দরকার, চীনের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক নীতি নেয়া দরকার, আর ক্যানাডার মানুষের জীবন আরো ভালো হওয়া দরকার।''
তীব্র প্রতিদ্বন্দ্বিতা
সমীক্ষা বলছে, দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই খুবই চিত্তাকর্ষক হতে চলেছে। গত দুই বছর ধরে ট্রুডো সংখ্যালঘু সরকার চালিয়েছেন। তিনি এবার সংখ্যাগরিষ্ঠতা চান। গত অগাস্ট পর্যন্ত তার দিকে বিপুল সমর্থন ছিল। কিন্তু তারপর সমর্থন কমেছে।
সংবাদসংস্থা রয়টার্সকে লিবারেল পার্টির এক ভোটকুশলী বলেছেন, ''খুবই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত, তবে পাবেন কি না, তা বলা যাচ্ছে না।''
জিএইচ/এসজি(এপি, রয়টার্স)