1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রুডো

২২ অক্টোবর ২০১৯

কানাডার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতাসীন লিবারেল পার্টি দ্বিতীয়বারের মত জয় পেয়েছে৷

https://p.dw.com/p/3RgcW
ছবি: picture-alliance/dpa/H. Ruckemann

সোমবার কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে মঙ্গলবার সকাল পর্যন্ত লিবারেলরা ৩৩৮ আসনের মধ্যে ১৫৭টিতে জয় পেয়ে এগিয়ে রয়েছে বলে এপি জানিয়েছে৷

দ্বিতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ট্রুডোর দলকে ১৭০টি আসনে জিততে হবে। অন্যথায় ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে৷ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে বামপন্থি বিরোধীদলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে৷ এই হিসেব মিলে গেলে হাউস অব কমন্সে ট্রুডোর অবস্থান গত মেয়াদের চেয়ে দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে৷ 

পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে কনসারভেটিভ নেতা অ্যান্ড্রু শেয়ারের সঙ্গে ট্রুডোর হাড্ডাহা্ড্ডি লড়াই হবে বলে ভোটের আগে করা জরিপগুলো থেকে ধারণা দেয়া হয়েছিল৷

ভোটের আগে চূড়ান্ত প্রচারণার সময় লিবারেল পার্টির নেতা ৪৭ বছর বয়সী ট্রুডোর প্রতি সমর্থন জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ট্রুডোকে বিশ্বের প্রভাবশালী গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে অবশিষ্ট শেষ প্রগতিশীল নেতা বলে বিবেচনা করা হয়৷

কিন্তু নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত ব্ল্যাকফেস কেলেঙ্কারির কারণে এবং শীর্ষ একটি কানাডীয় কোম্পানির দুর্নীতি নিয়ে শক্ত হতে না পারায় ওঠা সমালোচনায় কিছুটা কোনঠাসা হন ট্রুডো৷ লিবারেল দলীয় কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্ট্রিয়েলে ভোট দেন৷ আর রক্ষণশলী নেতা শেয়ার তার নিজের নির্বাচনী এলাকা সাসকাচুয়েনে নিজের ভোট দেন৷

নির্বাচেনর ফলাফল নিয়ে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নেলসন উইজম্যান বলেন, "ট্রুডো কতটা ভাল করেছেন তা দেখে আমি অবাক হয়েছি৷ কেউ ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা আশা করেনি, তবে তারা তা থেকে খুব দূরেও নয়৷''

এসআই/কেএম (এপি, রয়টার্স)