1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিন্নমতাবলম্বী লি টিকে এক বছরের সাজা

১৯ জানুয়ারি ২০১২

সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে একের পর এক বিরুদ্ধবাদীকে কারাবন্দি করছে চীন৷ সর্বশেষ লি টিকে কারাবন্দি করল সেদেশ৷ নোবেলজয়ী লিউ জিয়াওবো এখনো কারাবন্দি আছেন সেদেশে৷

https://p.dw.com/p/13m0X
চীনে মানবাধিকার এখনো জটিল এক বিষয়ছবি: picture-alliance/dpa

চীনে গণতন্ত্রের দাবিতে সোচ্চার ব্যক্তিত্ব লি টিকে নাশকতার অভিযোগে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ এই নিয়ে গত একমাসে সেদেশে তিনজন ভিন্নমতাবলম্বীকে কারাবন্দি করা হলো৷ লি'এর এক আত্মীয়ের বরাতে বার্তাসংস্থা এএফপি প্রকাশ করেছে এই তথ্য৷

লি টিকে এমন এক সময়ে শাস্তি দেওয়া হলো, যখন চীনে খানিকটা স্পর্শকাতর অবস্থা বিরাজ করছে৷ আরব বসন্তের মত চীনেও আন্দোলনের চেষ্টা হয়েছিল এক বছর আগে৷ সেই চেষ্টার এক বছর পূর্তিকে কেন্দ্র করে চীনের সরকার ভীত হয়ে পড়েছে৷ তাছাড়া আসন্ন হেমন্তে চীনে ক্ষমতাসীনদের শীর্ষস্থানে রদবদলও হবে৷

হংকংভিত্তিক চীনের মানবাধিকার রক্ষা বিষয়ক সংগঠন সিএইচআরডি জানিয়েছে, সরকারের সমালোচনা করে প্রতিবেদন লিখেছেন লি৷ এবং বিভিন্ন ওয়েবসাইটে সরকারের সমালোচনাও করেছেন তিনি৷ এসব কারণে তাঁকে শাস্তি দেওয়া হতে পারে, দাবি করছে সংগঠনটি৷ সরকারি ভাষ্যে এইসব ওয়েবসাইট হল ‘প্রতিক্রিয়াশীল'৷

চীনের কেন্দ্রীয় শহর ভুহান'এর আদালত গত বুধবার লি টি'র বিরুদ্ধে কারাদণ্ডের সাজা ঘোষণা করেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক আত্মীয় বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন৷ তিনি বলেন, লি এর আইনজীবী, যারা পদবি হচ্ছে জিয়া, আমাদেরকে রায়ের কোন কপি দিতে অস্বীকৃতি জানান৷ আদালত তাঁকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে এবং আমরা শুনানির আগে তাঁর সাক্ষাৎ পাইনি৷

Symbolbild Menschenrechte Unrecht Unterdrückung
একের পর এক বিরুদ্ধবাদীকে কারাবন্দি করছে চীনছবি: picture-alliance/ dpa/dpaweb

লি টি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমরা এই বিষয়ে সহায়তার জন্য নতুন আইনজীবী খুঁজছি, বলেন তাঁর আত্মীয়৷

তবে এই বিষয়ে ভুহান আদালত, যেটি কিনা লি এর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে, কোন মন্তব্য করেননি৷

সিএইইচআরডি জানিয়েছে, লি'এর পরিবার অধিকার বিষয়ক আইনজীবী জিন গুয়ানজহংকে নিয়োগ করতে চেয়েছিলেন৷ কিন্তু তাঁকে লি'এর পক্ষে ওকালতি করার সুযোগ দেওয়া হয়নি৷ এমনকি মক্কেল লি টি'র সঙ্গে দেখা করারও সুযোগ দেওয়া হয়নি৷

সংগঠনটি জানায়, চীনা কর্তৃপক্ষ লি এর পক্ষে আইনজীবী হিসেবে জিয়াকে নিয়োগ দেন৷ লি গণতন্ত্রিক প্রক্রিয়াকে উৎসাহিত করতে ইন্টারনেটে লেখালেখি করেছেন৷ গত এক দশক ধরে তিনি সাংবিধানিক সরকার এবং সরাসরি স্থানীয় নির্বাচনের পক্ষে মনোভাব প্রকাশ করেন৷

উল্লেখ্য, চীনে ভিন্নমতাবলম্বীদের কারাবন্দি করার ঘটনা মোটেই বিরল নয়৷ সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০০৯ সালে সেদেশ নোবেল জয়ী লিউ জিয়োওবোকে কারাবন্দি করে৷ তাঁর শাস্তির মেয়াদ এগারো বছর৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য