চাপের মুখে নতিস্বীকার করলেন আই ওয়েএয়ে
১৫ নভেম্বর ২০১১আবার সংবাদের শিরোনামে আই ওয়েএয়ে৷ চীনের এই স্পষ্টবক্তা শিল্পীকে নিয়ে কর্তৃপক্ষ বড়ই সমস্যায় পড়েছে৷ চলতি বছরে প্রায় মাস তিনেক হাজতবাস করেছেন তিনি৷ তাঁকে আটক করলে গোটা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে৷ মুক্ত থাকলে তিনি প্রকাশ্যে এমন সব কথা বলার সাহস পান, যা সরকারের পক্ষে হজম করা সহজ নয়৷ এই অবস্থায় সরাসরি তাঁকে আবার বন্দি না করে তাঁর কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ৷ কর দপ্তরের হিসেব অনুযায়ী আই ওয়েএয়ে'র কোম্পানির বকেয়া কর ও ফাইন বা অর্থদণ্ডের অঙ্ক প্রায় ২৪ লক্ষ মার্কিন ডলারের সমান৷ অর্থাৎ সরকারের সমালোচনার কারণে নয় – কর ফাঁকির অভিযোগে আই ওয়েএয়ে'কে আবার জেলে পোরা যেতে পারে৷
মঙ্গলবার এক টেলিফোন সাক্ষাৎকারে আই ওয়েএয়ে জানিয়েছেন, বেইজিং কর দপ্তর তাঁর স্ত্রী লু চিং'কে বুধবারের মধ্যে গ্যারেন্টি হিসেবে ১৩ লক্ষ মার্কিন ডলার জমা দেবার নির্দেশ দিয়েছিল৷ উল্লেখ্য, তিনিই কোম্পানির প্রধান আইনজীবী হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ মঙ্গলবার সেই অর্থ জমাও দেওয়া হয়েছে৷ কিন্তু কর দপ্তর প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে৷ তারা বলেছে, অর্থ জমা না পড়লে ‘পাবলিক সিকিইউরিটি' হস্তক্ষেপ করবে৷ সেক্ষেত্রে পুলিশ সস্ত্রীক আই ওয়েএয়ে, কোম্পানির ম্যানেজার ও অ্যাকাউন্টেন্ট'কে আটক করবে বলে আশঙ্কা করা হচ্ছে৷
এমন চাপের মুখে আই ওয়েএয়ে বলেছেন, বিষয়টি খুবই সহজ৷ ক্ষমতায় যারা রয়েছে, তারা যা খুশি তাই করতে পারে৷ তাদের ক্ষমতা লাগামহীন৷ সরকারের সঙ্গে তর্ক করেও লাভ নেই৷ সরকার যদি বলে কর ফাঁকি দেওয়া হয়েছে, সেই অবস্থান থেকে তারা কখনো সরে আসবে না৷ সেটা করলে তাদের মুখরক্ষা হবে না৷ ভুল হচ্ছে জেনেও তারা একই পথে এগিয়ে যাবে৷
তবে এমন খামখেয়ালীপনার মোকাবিলা করতে শিল্পীর সাহায্যে এগিয়ে এসেছে অসংখ্য মানুষ৷ তারা ইতিমধ্যে প্রায় ১৪ লক্ষ ডলার চাঁদা তুলেছে৷ চীনে এমন ঘটনা অত্যন্ত বিরল৷ কারণ সরকার-বিরোধী কাউকে সাহায্য করলে তার পরিণামও সুখকর হয় না৷ এমনকি আই ওয়েএয়ে'র বিরুদ্ধে বে-আইনি ভাবে তহবিল সংগ্রহের অভিযোগ আনা হতে পারে৷ শিল্পী নিজে অবশ্য এই অর্থকে দান হিসেবে গ্রহণ করতে প্রস্তুত নন৷ তিনি এই ঋণ শোধ করে দেবেন বলে জানিয়েছেন৷ যাই হোক, আসল সমস্যা হলো, এই টাকা কর দপ্তরের অ্যাকাউন্টে জমা করলে অভিযোগ কার্যত মেনে নেওয়া হবে বলে মনে করছিলেন কোম্পানির আইনজীবীরা৷ এর বদলে তাঁরা বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অর্থ শুধু গ্যারেন্টি হিসেবে জমা করতে চেয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত আই ওয়েএয়ে ঝুটঝামেলা এড়াতে নতি স্বীকার করলেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক