চালু হলো হিজড়াদের জন্য স্কুল
৭ জানুয়ারি ২০১৭স্কুলটির নাম ‘সহজ ইন্টারন্যাশনাল স্কুল'৷ ছয়জন হিজড়া অ্যাক্টিভিস্ট স্কুলটি পরিচালনা করছেন৷ আপাতত শিক্ষার্থীর সংখ্যা ১০ জন৷ হিজড়া হওয়ার কারণে যারা ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতে যেতে পারেননি সেরকম বয়স্ক হিজড়াদের জন্য স্কুলটি গড়ে তোলা হয়েছে৷ ভবিষ্যতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে বলে জানা গেছে৷
স্কুলের প্রশাসক ও হিজড়া অ্যাক্টিভিস্ট বিজয়রাজা মল্লিকা ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই শিক্ষার্থীদের ভাগ্যের উন্নয়ন ঘটানোই আমাদের লক্ষ্য৷ আমরা চাই সমাজ তৃতীয় লিঙ্গের মানুষদের গ্রহণ করুক৷''
মল্লিকা সহ আরও দু'জন অ্যাক্টিভিস্ট মায়া মেনন ও সি কে ফয়সাল আশা করছেন তাঁদের উদ্যোগ ভারতে হিজড়াদের প্রতি বৈষম্য দূর করতে সহায়ক ভূমিকা রাখবে৷
২০১৪ সালে দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়৷ তবে তারপরও সামাজিক ও আইনগত নানান বৈষম্যের শিকার হচ্ছেন তারা৷ উল্লেখ্য, দেশটিতে হিজড়ার সংখ্যা ৩০ লক্ষের বেশি৷
এলজিবিটি অ্যাক্টিভিস্ট অঞ্জলি গোপালান ডয়চে ভেলেকে বলেন, ‘‘উদ্যোগটি মহৎ, তবে আসল উদ্দেশ্য হতে হবে হিজড়াদের মূল সমাজের সঙ্গে একীভূত করা৷ কাজটি সহজ নয়৷''
মানবাধিকার কর্মী প্রমাদা মেননও স্কুল চালুর উদ্যোগের প্রশংসা করেছেন৷ তিনি বলেন, ‘‘স্কুল থেকে শিক্ষা নেয়ায় হিজড়ারা হয়ত ভালো চাকরি পেতে পারে, কিন্তু আসল কাজ হচ্ছে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা৷ এতে অনেক সময় লাগবে৷''
প্রথম হিজড়া মেয়র
২০১৫ সালের জুলাই মাসে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়গড়ের মেয়র নির্বাচিত হন মধু বাই কিন্নর৷ তিনিই প্রথম নির্বাচিত মেয়র যিনি হিজড়া সম্প্রদায় থেকে এসেছেন৷ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বিজেপির প্রার্থীকে হারিয়ে দেন৷
প্রথম হিজড়া কলেজ অধ্যক্ষ, কিন্তু...
২০১৫ সালের মে মাসে কলকাতার কৃষ্ণনগর মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছিলেন মানবি বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সম্প্রতি তিনি পদত্যাগ করেছেন৷ কারণ হিসেবে তিনি বলেন, ‘‘আমার সব সহকর্মী, এমনকি অনেক শিক্ষার্থীও আমার বিরোধিতা করেছেন৷''
মুরালি কৃষ্ণান/জেডএইচ
এই উদ্যোগ সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই৷ তাই লিখুন নীচের ঘরে৷