1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে পরিবেশ বান্ধব বাড়ি তৈরির সমস্যা

সারাহ আব্রাহাম/জেডএইচ২৮ অক্টোবর ২০১২

পরিবেশ বান্ধব ঘর-বাড়ি তৈরিতে এগিয়ে গেছে জার্মানি৷ সরকারের নেয়া নানা উদ্যোগ এতে ভূমিকা রেখেছে৷ ভারত তথা উপমহাদেশে কী এটা সম্ভব?

https://p.dw.com/p/16YL4
Hausbau Keywords absperrung arbeit architekt architektur aushub bau bauen baugebiet bauhandwerk bauherr baustelle bauunternehmen bauunternehmer bauwirtschaft bewölkt blau blauer dach dachbalken dachgaube dachpfannen darlehen eigenheim eigentum einfamilienhaus eingerüstet fangnetz garage gerüst gerüstbau haus hausbau himmel hypothek immobilie investition kapitalanlage klinker kran neubau rohbau schwarzarbeit steine unverputzt verklinkert wohngebiet wohnhaus wolken Land Deutschland URL http://de.fotolia.com/id/13944344
ছবি: Fotolia/pics

জার্মানির ‘ডয়চে পোস্ট' কোম্পানিতে চাকরি করেন মাথিয়াস শেফার৷ কোলন শহরের পুরনো একটি ফ্ল্যাট কিনে তিনি সেটাকে সংস্কার করে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলেছেন৷ এতে তাঁর বার্ষিক জ্বালানি খরচ কমে গেছে প্রায় পাঁচগুণ৷ আগে যেখানে তাঁর খরচ হতো ২,৭৩০ ইউরো৷ এখন সেটা এসে দাঁড়িয়েছে মাত্র ৫৬৪ ইউরোতে৷

এই তো গেলো পরিবেশ বান্ধব বাড়ি তৈরির একটা সুবিধার কথা৷ তবে শেফার যে কারণে এ ধরণের ব্যয়বহুল বাড়ি তৈরিতে উৎসাহী হয়েছেন সেটা হচ্ছে, কম সুদে ঋণ গ্রহণ সুবিধা৷ সরকারি সংস্থা কেএফডাব্লিউ থেকে তিনি দুই শতাংশেরও কম হারে ঋণ পেয়েছেন৷ যেখানে সাধারণ বাড়ি তৈরির জন্য নেয়া ঋণের সুদের হার প্রায় তিন বা তারও বেশি৷

পরিবেশ বান্ধব নতুন বাড়ি কেনা বা পুরনো বাড়িকে সংস্কার করে পরিবেশ বান্ধব করা – এই দুই কাজের জন্যই কম সুদে ঋণের ব্যবস্থা করেছে জার্মান সরকার৷ ফলে দিন দিন বাড়ছে এ ধরণের বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা৷

ভারত সরকার ক'দিন আগে এ বিষয়ে একটি উদ্যোগ নিয়েছে৷ ফলে বিশ হাজার বর্গমিটারের বড় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হলে ‘পরিবেশ ছাড়পত্র' নিতে হবে৷

তবে ছোট অ্যাপার্টমেন্ট বা অন্য কোনো ভবন তৈরিতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্দীপনামূলক পদক্ষেপ নেই৷ তাই পরিবেশ বান্ধব ভবন তৈরি এখনও বেশ ব্যয়বহুল একটা ব্যাপার, বলে মনে করেন নির্মাতারা৷ তাঁরা বলছেন, ‘সবুজ' বাড়ির জন্য অতিরিক্ত ভাড়া দিয়ে থাকার মতো ভাড়াটিয়া বা ক্রেতা খুঁজে পাওয়া বেশ দুষ্কর৷

নির্মাণ খাতে অর্থ সহায়তা প্রদানকারী একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করা রজত মালহোত্রা বলছেন, ‘‘পরিবেশ বান্ধব বাড়ি তৈরিতে সরকার সরাসরি কোনো ইনসেনটিভের ব্যবস্থা না করলে নির্মাতারা এক্ষেত্রে আগ্রহী হবেন না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য