ভারত-জার্মানি
১১ এপ্রিল ২০১২ভারত সফররত জার্মান পরিবহন ও শহরাঞ্চল উন্নয়নমন্ত্রী ড. পেটার রামসাউয়ার বৈঠক করেন রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে৷ অর্থাৎ, রেলকে সামনে রেখে আরো একবার ভারত-জার্মান সহযোগিতার নতুন বাতাবরণ তৈরি হলো৷ বৈঠক শেষে রেলমন্ত্রী মুকুল রায় বলেন, ভারতীয় রেলের সঙ্গে জার্মনির পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বরাবরই ছিল৷ আগামীতেও থাকবে৷ রেলের পরিকাঠামোগত সাহায্যের ক্ষেত্রে জার্মানির সঙ্গে সমঝোতা স্মারকপত্রের মেয়াদ শেষ হয়েছে, চূড়ান্ত করা হচ্ছে নতুন সমঝোতাপত্র স্বাক্ষরের প্রক্রিয়া৷
রেলমন্ত্রী বলেন, নতুন সমঝোতা অনুসারে এলএইচবি কোচ এবং সিগনালিং সাজসরঞ্জাম সরবরাহ করবে জার্মান কোম্পানি৷ ভিশন ২০২০-এর লক্ষ্যে জোর দেয়া হবে ট্রেনের নিরাপত্তা, গতি ও স্টেশনের উন্নতির ওপর৷
ভারতের অসামরিক বিমান পরিবহনমন্ত্রী, শহরাঞ্চল উন্নয়নমন্ত্রী এবং ভারি শিল্পমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন ড. পেটার রামসাউয়ার৷ আজ তিনি বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে৷ জানা গেছে, শহরাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং সড়ক ও মেট্রোরেল পরিবহন নিয়ে কথা হয়েছে৷
ভারত-জার্মানি ২০১১-১২: সুযোগ অফুরন্ত - এই শিরোনামকে সামনে রেখে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলি আরো প্রসারিত করা এবং গবেষণা ও প্রযুক্তি সহযোগিতার ধারাবাহিকতা মজবুত করাই ড. রামসাউয়ার'এর এই সফরের মূল লক্ষ্য৷
আগামী শুক্রবার তিনি যাবেন মুম্বই'তে৷ উদ্বোধন করবেন ভারতে জার্মান বর্ষের প্রচ্ছদমুখ ‘মোবাইল মেট্রো ভ্রমণ'-এর৷ শুরু হবে ভারত-জার্মান শহর মেলা৷ মেলায় থাকবে বহু-উদ্দেশ্য সাধক অত্যাধুনিক প্যাভেলিয়ন, যার বিশেষ ডিজাইন তৈরি করেছেন প্রখ্যাত জার্মান স্থপতি মারকুজ হাইনড্রফ৷ এইসব প্যাভেলিয়ানে থাকছে আধুনিক টেক্সটাইল ডিজাইন, যা হবে আর্ট, আর্কিটেক্সার ও প্রযুক্তির এক সমন্বিত রূপ৷ মুম্বইতে এই মেলা চলবে মোট ১০ দিন৷ তারপর হবে ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি ও পুনে শহরে৷
প্যাভেলিয়ানের আকার ও আকৃতি হবে ছয়টি ভিন্ন ভিন্ন মডিউলে৷ স্থানীয় রুচির সঙ্গে মানানসই এইসব মডিউল হয়ে উঠবে উৎসব-অনুষ্ঠানের এক অভিনব সংস্করণ৷ শুধু তাই নয়, এইসব প্যাভেলিয়ন হবে বিভিন্ন ইস্যু ও তার সমাধান নিয়ে ভারত ও জার্মান কোম্পানিগুলির মধ্যে মত বিনিময়ের আদর্শস্থল৷ আর উপরি পাওনা হিসেবে থাকছে জার্মান খাবারের লম্বা মেন্যু৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ