1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ভোভেরাইট

২৭ মার্চ ২০১২

ভারতে জার্মান বর্ষের অঙ্গ হিসেবে পাঁচ দিনের ভারত সফরে এলেন বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরাইট৷ সঙ্গে এসেছেন এক উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল৷ দিল্লিতে পরিকাঠামো ও নগরায়ন সংক্রান্ত ভারত-জার্মান সম্মেলনের সূচনা করেন তিনি৷

https://p.dw.com/p/14Smb
Berliner Bürgermeister Klaus Wowereit stellt die Bären in New Delhi vor. Copyright: DW/Anil Chatterjee 27.03.2012, Neu Delhi
নতুন দিল্লিতে ক্লাউস ভোভেরাইটছবি: DW

ভোভেরাইট বলেন, এইসব ক্ষেত্রে সহযোগিতার যে বিপুল সম্ভাবনা রয়েছে বার্লিন ও দিল্লি তার পূর্ণ সদ্ব্যবহার করতে পারে৷ পরিকাঠামোর উন্নতি দিল্লির কাছে এক বিরাট চ্যালেঞ্জ৷ আর বার্লিনকেও একসময় এই ধরণের চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয়েছিল৷ ২২ বছর আগে, সে সময় তখনও বার্লিন প্রাচীরের পতন হয়নি৷ তবে বর্তমানে বার্লিন সেটা কাটিয়ে উঠেছে, বলেন মেয়র ক্লাউস ভোভেরাইট৷ অর্থনীতি, জ্ঞানবিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিতে বার্লিন আজ সামনের সারিতে উঠে এসেছে৷

বার্লিনের মেয়র দিল্লির মুখ্যমন্ত্রী, উপ-রাজ্যপাল এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ উদ্বোধন করেন দিল্লির ‘কনট প্লেস'-এর সেন্ট্রাল পার্কে ‘বাডি বেয়ার্স' শিল্প প্রদর্শনীর৷ বাডি বেয়ার্স বা ‘বন্ধু ভাল্লুক' হলো সহিষ্ণুতার প্রতীক৷

এছাড়া দুই শহরের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পর্যটনের সুযোগ নিয়ে মত বিনিময় করেন বার্লিনের শিল্প ও বণিক সংঘের সভাপতি এরিক সোয়েটৎজার৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য