শুক্রবার ভারতীয় পাইলটকে ছেড়ে দেবে পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি ২০১৯এর আগে, পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দিলে যদি দু'পক্ষের মধ্যে উত্তেজনার অবসান হয়, তাহলে তা করতে তাঁরা প্রস্তুত আছেন, বলে জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী৷
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘‘উত্তেজনা নিরসনে আমরা ভারতীয় পাইলটকে ফেরত দিতে প্রস্তুত৷''
মোদীর প্রথম বক্তব্য
ভারত-পাকিস্তানের মধ্যে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি, বিজেপির লাখো কর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্দেশে দেয়া এক ভিডিও বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ভারতের মানুষ একসাথে হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে৷ ভারত একজোট হয়ে, একসাথে লড়াই করবে এবং জিতবে৷''
ভিডিওতে তিনি পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেছেন, ‘‘শত্রুরা সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে৷ প্রত্যেক ভারতীয়কে শক্ত দেয়াল হয়ে এই হামলার প্রতিরোধ করতে হবে৷''
উল্লেখ্য, মোদীর এই কর্মসূচি বাতিলের অনুরোধ করেছিলেন বিরোধী দলের নেতারা৷ তাঁরা এর তীব্র নিন্দা জানিয়েছেন৷
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার টেলিভিশন ভাষণে আলোচনার মাধ্যমে ভারতকে সমস্যা সমাধানের আহ্বান জানান৷
কিন্তু ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা পাকিস্তানের বিরুদ্ধে আরও সামরিক অভিযানের আহ্বান জানিয়েছে, তা নাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে দাবি তাদের৷
অনেক বিমানের ফ্লাইট বাতিল
থাই এয়ারওয়েজের মুখপাত্র জানিয়েছেন, ইউরোপগামী চার হাজার ফ্লাইট এবং পাকিস্তানগামী ৮০০ ফ্লাইট বাতিল হয়েছে৷ ফলে যাত্রীদের অন্য রুটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে৷
পাকিস্তানের নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান যাত্রীরা৷ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হওয়ায় এশিয়ার শহরগুলোতে অনেক বিমান যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে৷
যে সব এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে তাদের মধ্যে থাই এয়ারওয়েজ, এমিরেটস ও কাতার এয়ারওয়েজ অন্যতম৷
এসব এয়ারলাইন্সের উড়োজাহাজগুলোর পাকিস্তানের আকাশসীমা দিয়ে ওড়ার সূচি ছিল৷ এদের পাশাপাশি ইতিহাদ, ফ্লাইদুবাই, গাল্ফ এয়ার, শ্রীলঙ্কান এয়ারলাইন্স ও এয়ার কানাডাও ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে৷
সিঙ্গাপুর এয়ারলাইন্স ও ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলোকে ঘুর পথে গন্তব্যে যেতে হয়েছে৷
পাকিস্তানের আকাশসীমা বন্ধের সিদ্ধান্তে তাদের প্রায় ৩০টি ফ্লাইটের সূচি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে থাই এয়ারওয়েজ৷ ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে পাকিস্তানের আকাশসীমা খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির এভিয়েশন কর্মকর্তারা৷
পাকিস্তান ভারতের বিমানবাহিনীর দু'টি বিমান ভূপাতিত করার পর, বুধবার কিছু সময়ের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত৷ ফলে বেশ কিছু সময় সব বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়৷
দিল্লি ও লাহোরের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলাচল বাতিল করে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ৷ দু'দেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে৷
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷ শিশুদের বাড়ির ভেতরে রাখতে অভিভাবকদের নির্দেশ দেয়া হয়েছে৷ কাশ্মীরের মুজাফফরাবাদে গতরাতে কোনো বিদ্যুৎ ছিল না৷ ভারত আক্রমণ করতে পারে এই আশংকায় এলাকাটি বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছিল৷
কাশ্মীরে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে৷ রাতভর কাশ্মীর সীমান্তে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে৷ ফলে আশেপাশের গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷ তবে পুলিশ জানিয়েছে, দু'পক্ষের মধ্যে গোলাগুলিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷
ভারতও দাবি করেছে কাশ্মীর সীমান্তে সারারাত গুলি বিনিময় হয়েছে৷ ভারতের সেনা মুখপাত্র লে. কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, বুধবারের চেয়ে বৃহস্পতিবার কম গুলি বিনিময় হয়েছে৷
অভিনন্দনকে ফেরত দেয়ার অনুরোধ
ভারত বুধবার স্বীকার করে যে মিগ-২১ এর একটি যুদ্ধ বিমান পাকিস্তানে নিখোঁজ হয়েছে এবং বিমানের পাইলট নিখোঁজ রয়েছেন৷ পাশাপাশি পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিতকরার দাবিও করে তারা, যা অস্বীকার করেছে পাকিস্তান৷ বুধবার দিন শেষে পাকিস্তান কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করে, যেখানে এক ব্যক্তি নিজেকে ভারতীয় বিমান চালক বলে দাবি করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বা এড়িয়ে যান৷
ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনের ভিডিওটি ভারত ও পাকিস্তান জুড়ে ভাইরাল হওয়ার পর বলিউড তারকারা তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন৷
পাকিস্তানের সাধারণ মানুষ এই ভারতীয় সেনাকে জনরোষ থেকে উদ্ধারের জন্য তাদের সেনাবাহিনীর প্রশংসা করছেন৷ পাকিস্তানের প্রায় সব টিভি চ্যানেলে ভিডিওটি প্রচার করা হলেও ভারতের কোনো গণমাধ্যমে তা প্রকাশ করা হয়নি৷
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ গিভ ব্যাক অভিনন্দন এবং অভিনন্দন মাই হিরো ব্যবহার করে তাঁকে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন ভারতের সাধারণ মানুষ৷
ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. জেনারেল আরএস সুজলানা সংবাদ সংস্থাকে এএফপিকে বলেছেন, ‘‘পাকিস্তান যদি এই ভারতীয় সেনাকে ফিরিয়ে দেয়, তাহলে এই অঞ্চলে শান্তি স্থাপনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷''
বাংলাদেশ সীমান্তে সতর্ক বিএসএফ
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের উত্তেজনাকে ঘিরে বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ৷ বাহিনীটির বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিএসএফ৷ ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার সুযোগ নিয়ে যাতে কোনো দুর্বৃত্ত ও সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রতিরোধমূলক নিয়েছে বিএসএফ৷
ঘটনার সূত্রপাত
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন৷ পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে৷ এরপর মঙ্গলবার ভারতের তরফে বলা হয়, তারা আকাশ সীমা অতিক্রম করে জঙ্গি সংগঠনটির আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে৷
এর জবাবে পাকিস্তানও বিমান হামলা চালায়৷ পাকিস্তানের ভাষ্য, পালটা হামলার সক্ষমতা প্রদর্শন করতেই তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত এলাকায় বোমা বর্ষণ করেছে৷
এ নিয়ে উত্তেজনা চরমে থাকার মধ্যেই গতকাল বুধবার দেশদুটি একে অপরের যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায়৷
এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)