ভারতকে যেভাবে হারালো পাকিস্তান
৫ সেপ্টেম্বর ২০২২এশিয়া কাপে কয়েকদিন আগেই পাকিস্তানকে গ্রুপ পর্বের ম্যাচে হারিয়েছে ভারত। সেদিনের জয়ের দুই নায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। এর মধ্যে জাদেজা চোট পাওয়ায় খেলতে পারেননি। আর হার্দিক পান্ডিয়া ব্যাটে, বলেব্যর্থ। ভালো বল করতে পারেননি স্পিনার যজুবেন্দ্র চাহলও। হার্দিক চার ওভারে ৪৪ ও চাহল ৪৩ রান দেন। শেষের দিকে ভুবনেশ্বরও ভালো বল করতে পারেননি।
বাবর আজম ব্যর্থ হলেও রিজওয়ান ৫১ বলে ৭১ রান করেন। তা সত্ত্বেও পাকিস্তানের ১৫ বলে ৩১ রান করার দরকার ছিল। তখন আসিফ আলির লোপ্পা ক্যাচ ফেলেন অর্শদীপ সিং। এই ক্যাচ মিস করে ম্যাচও মিস করলো ভারত।
ফর্মে ফিরছেন বিরাট
এই পরাজয়ের মধ্যেও ভারতের স্বান্ত্বনা, ফর্মে ফিরছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫, হংকংয়ের বিরুদ্ধে ৫৯ করার পর এই ম্যাচে কোহলি করেছেন ৪৪ বলে৬০ রান। এশিয়া কাপের তিন ম্যাচে তার সংগ্রহ ১৫৪ রান।
বিরাট জানিয়েছিলেন, এশিয়া কাপের আগে এক মাস তিনি ব্যাট হাতে নেননি। বিশ্রামের সুফল পেয়েছেন তিনি। আবার পুরনো ছন্দে পাওয়া গেছে বিরাটকে।
ব্যাটে রান পাওয়ার পর বিরাট বলেছেন, তিনি অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর শুধুমাত্র এমএস ধোনি তাকে মেসেজ করেছিলেন। আর কেউ তাকে মেসেজ করেননি।
কিন্তু ১০ থেকে ১৭ ওভারের মধ্যে ভারতীয় ব্যাটাররা ঠিকমতো রান তুলতে পারেনি। ঋষভ পন্থ ব্যর্থ হয়েছেন। ফলে বিরাট সফল হলেও অন্যরা চিন্তায় রেখেছেন।
পাকিস্তানের জয়ের পিছনে
পাকিস্তানের জয়ের অন্যতম কারণ, ব্যাট হাতে রিজওয়ানের ৫১ বলে ৭১ এবং নাওয়াজের ২০ বলে ৪২ রান। সেই সঙ্গে আসিফ আলি শেষে আট বলে ১৬ রান করেছেন।
ভারতের মিডল অর্ডার একেবারেই রান পায়নি। সূর্যকুমার যাদব ১৩, পন্থ ১৪, হার্দিক শূন্য রান করেছেন। দীপক হুডার সংগ্রহ ১৪ রান।
মাঝখানের ওভারে তারা সচল থাকলে ভারতের রান দুইশ ছাড়িয়ে যেত।
রোহিত-রাহুলের রেকর্ড
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে সবচেয়ে বেশিবার ৫০ রানের পার্টনারশিপের রেকর্ড। মোট ১৪ বার তারা ওপেনিং করতে এসে ৫০ বা তার বেশি রান করেছেন। এদিন তারা করেন ৫৪ রান।
জিএইচ/এসজি (স্টার স্পোর্টস, এনডিটিভি)