পাকিস্তানকে যেভাবে হারালো ভারত
২৯ আগস্ট ২০২২এশিয়া কাপের মহারণে পাকিস্তানকে হারাতে খুব বেশি বেগ পেতে হলো না ভারতকে। শেষ ওভারে দরকার ছিল সাত রান। হাতে ছয় উইকেট। রবীন্দ্র জাদেজা, যিনি তার আগে দুরন্ত ইনিংস খেলছিলেন, ছয় মারতে গিয়ে আউট হন। কিন্তু মাথা ঠান্ডা রেখে ছয় মেরে ভারতকে জেতান হার্দিক পান্ডিয়া। দুই বল বাকি থাকতেই জিতে যায় ভারত।
ব্যাটে-বলে সফল হার্দিক
গত আইপিএলে দেখা গিয়েছিল হার্দিক অনেক পরিণত হয়েছেন। চাপ নিতে শিখেছেন। বোলিংয়ে উন্নতি ঘটিয়েছেন। চাপের মুখে কীভাবে ব্যাট করতে হয়, দলকে জেতাতে হয়, তা শিখে নিয়েছেন। সেই হার্দিককেই দেখা গেল এশিয়া কাপের মহারণে। বল করতে গিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। প্রথমে ইফতিকারকে আউট করেছেন, তার পরের ওভারে রিজওয়ান ও খুরশিদ আউট হন তার বলে। পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি।
ব্যাট করতে নেমেও দেখা যায় হার্দিক একেবারে মিস্টার কুল। শেষ চার ওভারে দরকার ছিল ৪১ রান। ১৯তম ওভারে তিনটি চার মারেন হার্দিক। শেষ ওভারে ছয়। দীনেশ কার্তিক শেষ ওভারে কিঞ্চিত নার্ভাস হয়ে পড়লেও হার্দিক তাকে ভরসা দেন।
ভুবনেশ্বরের চার উইকেট
মোট চারটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। বাবর আজমকে তিনি আউট করেছেন। শেষদিকে একের পর এক উইকেট তুলে নিয়েছেন। পাকিস্তান ব্যাটিংকে থিতু হতে দেননি। অনেকদিন পর এরকম ভয়ংকর মেজাজে বল করলেন ভুবি। বুমরা ও শামির অনুপস্থিতি তিনি ও হার্দিক বুঝতে দেননি।
বাবরের রান না পাওয়া
পাকিস্তানের ব্যাটিংয়ের বড় স্তম্ভ বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার আগ্রাসী ব্যাটিং পাকিস্তানকে জিততে সাহায্য করেছিল। কিন্তু এশিয়া কাপে বাবর ব্যর্থ। মাত্র ১০ রানে আউট হয়ে যান তিনি।
নড়বড়ে কোহলি
বিরাট কোহলি ৩৫ রান করলেও আগাগোড়া নড়বড়ে লেগেছে তাকে। টাইমিংয়ে বারবার গোলমাল হচ্ছিল। ব্যাটের কানায় লেগে বল উড়ে যাচ্ছিল পিছনের দিকে। দুই-একটি শটে নিজের জাত চেনালেও কোহলির ইনিংস আদৌ আত্মবিশ্বাসী ছিল না।
অধিনায়ক রোহিত শর্মাও এদিন ফর্মে ছিলেন না। তাকেও নড়বড়ে লেগেছে। কিন্তু জাদেজা ও পান্ডিয়া তাদের খামতি ঢেকে দিয়েছেন। জাদেজাকে চার নম্বরে ব্যাট করতে পাঠিয়ে চমকে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। জাদেজা সেই আস্থা ঠিক প্রমাণ করেছেন।
টস জেতা
টস জেতা ছিল গুরুত্বপূর্ণ। সেই কাজটা করতে পেরেছিলেন রোহিত। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন তিনি। বাবরও বলেছিলেন, জিতলে ফিল্ডিং নেবেন। কিন্তু রোববার সন্ধ্যা তার ছিল না। তাই হেরেই এশিয়া কাপ শুরু করলো পাকিস্তান।
জিএইচ/এসজি (রয়টাক্স, এপি)