1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে যেভাবে হারালো ভারত

২৯ আগস্ট ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ নিল ভারত। এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া।

https://p.dw.com/p/4GAAy
ভারতের জয়ের অন্যতম কারিগর হার্দিক পান্ডিয়া।
ভারতের জয়ের অন্যতম কারিগর হার্দিক পান্ডিয়া।ছবি: Surjeet Yadav/AFP

এশিয়া কাপের মহারণে পাকিস্তানকে হারাতে খুব বেশি বেগ পেতে হলো না ভারতকে। শেষ ওভারে দরকার ছিল সাত রান। হাতে ছয় উইকেট। রবীন্দ্র জাদেজা, যিনি তার আগে দুরন্ত ইনিংস খেলছিলেন, ছয় মারতে গিয়ে আউট হন। কিন্তু মাথা ঠান্ডা রেখে ছয় মেরে ভারতকে জেতান হার্দিক পান্ডিয়া। দুই বল বাকি থাকতেই জিতে যায় ভারত।

ব্যাটে-বলে সফল হার্দিক

গত আইপিএলে দেখা গিয়েছিল হার্দিক অনেক পরিণত হয়েছেন। চাপ নিতে শিখেছেন। বোলিংয়ে উন্নতি ঘটিয়েছেন। চাপের মুখে কীভাবে ব্যাট করতে হয়, দলকে জেতাতে হয়, তা শিখে নিয়েছেন। সেই হার্দিককেই দেখা গেল এশিয়া কাপের মহারণে। বল করতে গিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। প্রথমে ইফতিকারকে আউট করেছেন, তার পরের ওভারে রিজওয়ান ও খুরশিদ আউট হন তার বলে। পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি।

ম্যাচের পর দুই দলের ক্রিকেটারদের করমর্দন।
ম্যাচের পর দুই দলের ক্রিকেটারদের করমর্দন। ছবি: Anjum Naveed/AP/picture alliance

ব্যাট করতে নেমেও দেখা যায় হার্দিক একেবারে মিস্টার কুল। শেষ চার ওভারে দরকার ছিল ৪১ রান। ১৯তম ওভারে তিনটি চার মারেন হার্দিক। শেষ ওভারে ছয়। দীনেশ কার্তিক শেষ ওভারে কিঞ্চিত নার্ভাস হয়ে পড়লেও হার্দিক তাকে ভরসা দেন।

ভুবনেশ্বরের চার উইকেট

মোট চারটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। বাবর আজমকে তিনি আউট করেছেন। শেষদিকে একের পর এক উইকেট তুলে নিয়েছেন। পাকিস্তান ব্যাটিংকে থিতু হতে দেননি। অনেকদিন পর এরকম ভয়ংকর মেজাজে বল করলেন ভুবি। বুমরা ও শামির অনুপস্থিতি তিনি ও হার্দিক বুঝতে দেননি।

বাবরের রান না পাওয়া

পাকিস্তানের ব্যাটিংয়ের বড় স্তম্ভ বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার আগ্রাসী ব্যাটিং পাকিস্তানকে জিততে সাহায্য করেছিল। কিন্তু এশিয়া কাপে বাবর ব্যর্থ। মাত্র ১০ রানে আউট হয়ে যান তিনি।

জয়ের পর মাঠে ভারতীয় সমর্খকদের উল্লাস।
জয়ের পর মাঠে ভারতীয় সমর্খকদের উল্লাস। ছবি: Anjum Naveed/AP/picture alliance

নড়বড়ে কোহলি

বিরাট কোহলি ৩৫ রান করলেও আগাগোড়া নড়বড়ে লেগেছে তাকে। টাইমিংয়ে বারবার গোলমাল হচ্ছিল। ব্যাটের কানায় লেগে বল উড়ে যাচ্ছিল পিছনের দিকে। দুই-একটি শটে নিজের জাত চেনালেও কোহলির ইনিংস আদৌ আত্মবিশ্বাসী ছিল না।

অধিনায়ক রোহিত শর্মাও এদিন ফর্মে ছিলেন না। তাকেও নড়বড়ে লেগেছে। কিন্তু জাদেজা ও পান্ডিয়া তাদের খামতি ঢেকে দিয়েছেন। জাদেজাকে চার নম্বরে ব্যাট করতে পাঠিয়ে চমকে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। জাদেজা সেই আস্থা ঠিক প্রমাণ করেছেন।

হার্দিক ও ভুবনেশ্বর এই ম্যাচে সফল।
হার্দিক ও ভুবনেশ্বর এই ম্যাচে সফল। ছবি: Anjum Naveed/AP/picture alliance

টস জেতা

টস জেতা ছিল গুরুত্বপূর্ণ। সেই কাজটা করতে পেরেছিলেন রোহিত। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন তিনি। বাবরও বলেছিলেন, জিতলে ফিল্ডিং নেবেন। কিন্তু রোববার সন্ধ্যা তার ছিল না। তাই হেরেই এশিয়া কাপ শুরু করলো পাকিস্তান।

জিএইচ/এসজি (রয়টাক্স, এপি)