ভাইরাল ভিডিও‘র অ্যাসাইনমেন্ট ভাইরাল
১৩ ডিসেম্বর ২০১৮আর সে কাজে তাঁরা এতটাই সফল, এখন ভিডিওটি যে মিথ্যা, সেটিই মানতে চাচ্ছেন না কেউ৷
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটির৷ গণমাধ্যম বিভাগের ছাত্রী সিডনি আর্ল্ট টুইটারে একটি ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেন৷ ভিডিওর ক্যাপশন দেন, ‘‘আমার প্রফেসর ফাইনাল পরীক্ষা না নিয়ে একটি পার্টির আয়োজন করেন, কিন্তু তাতে কেউ আসেনি৷''
ভিডিওতে দেখা যায়, প্রায় খালি ক্লাসরুমে সারি সারি খালি চেয়ার৷ হাতে গোণা চার-পাঁচজন শিক্ষার্থী মন খারাপ করে বসে আছেন৷ আর প্রফেসর অ্যান্ড্রু ক্লাইন মন খারাপ করে বসে আছেন গালে হাত দিয়ে৷ তাঁর সামনে টেবিলে রাখা এক গাদা গিফট আর কার্ড৷
স্বভাবতই এতে খুব মন খারাপ হয়েছে টুইটার ব্যবহারকারীদের৷ প্রফেসরকে তাঁরা নানা মন্তব্যে সহমর্মীতা জানিয়েছেন৷ কেউ কেউ তাঁকে ক্রিসমাসে দাওয়াত দিয়েছেন, কার্ড ও গিফট পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন৷
কিন্তু পরে সেই প্রফেসরই টুইট করে ফাঁস করলেন আসল উদ্দেশ্য৷ সবাইকে তাঁর প্রতি সহমর্মী হওয়ায় ধন্যবাদ জানালেও এটা যে তাঁর দেয়া ক্লাস অ্যাসাইনমেন্ট, জানিয়ে দিলেন সেটিও৷
কিন্তু ৫ ডিসেম্বর আপলোড করা ভিডিও এতদিনে সত্যিই ভাইরাল হয়েছে৷ এক সপ্তাহে ভিডিওটি দেখেছেন প্রায় ৮০ লাখ মানুষ৷ সত্তুর হাজার রি-টুইটের পাশাপাশি কমেন্ট পড়েছে প্রায় দেড় লাখ৷
প্রফেসর ক্লাইন জানিয়েছেন, এমন অ্যাসাইনমেন্ট এর আগেও অনেককে দেয়া হলেও এত সাফল্য কেউ পায়নি৷ ফলে সিডনির টিমের সবাই পেয়েছেন ‘এ' গ্রেড৷
এডিকে/এসিবি