1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভবিষ্যতে আরো বড় কর্মসূচি’

১১ ডিসেম্বর ২০১২

১০ মাসেও সাগর-রুনি হত্যা রহস্যের কুলকিনারা হয়নি৷ এবার তাই চূড়ান্ত আন্দোলনের দিকেই যাচ্ছেন সাংবাদিকরা৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সে ইঙ্গিতই দিলেন ইকবাল সোবহান চৌধুরী৷

https://p.dw.com/p/16zVS
ছবি: DW

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বছর পূর্তির খুব বেশি বাকি নেই, কিন্তু গত ১১ই ফেব্রুয়ারি থেকে সেই যে খুনিদের গ্রেপ্তার, বিচার প্রত্যাশার শুরু তা এখনো অপূর্ণ৷ বাংলাদেশের সাংবাদিকরা সোমবার এ প্রতীক্ষার অবসানে, হত্যাকারীদের বিচার ত্বরান্বিত করতে কঠোর কর্মসূচিতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন৷ এক সমাবেশ থেকে সাংবাদিক নেতারা আগামী ২৩শে ডিসেম্বর ‘গণঅনশন' কর্মসূচি পালনের ঘোষণা দেন৷ ডয়চে ভেলেকে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন বিএফইউজে-র একাংশের নেতা ইকবাল সোবহান চৌধুরী জানিয়েছেন, গণঅনশনে কাজ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার আলোচনাও সেরে রেখেছেন তাঁরা৷

Protest gegen Journalistenmord in Dhaka
১০ মাসেও কুলকিনারা হয়নি হত্যারহস্যেরছবি: Harun Ur Rashid Swapan

সাক্ষাৎকারে ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, তাঁদের চলমান আন্দোলন শুধু সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারেই সীমাবদ্ধ নয়৷ অতীতে আরো যে সাংবাদিকরা অস্বাভাবিক মৃত্যু বরণ করেছেন তাঁদের হত্যারহস্য উদঘাটন, সে সবের বিচার এবং সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাও এ আন্দোলনের লক্ষ্য৷ কিন্তু সাগর-রুনি হত্যা মামলার বর্তমান অবস্থা দেখে কি শিগগিরই সেই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে হয়? দেশের সিনিয়র সাংবাদিক এ ক্ষেত্রে শুধু একটা কথাই বললেন, তদন্তকারী কর্তৃপক্ষ সেভাবে পুরো বিষয়টিকে দেখলে সাংবাদিকদের কল্যাণ, দেশেরও কল্যাণ৷

BM/111212/Interview with Iqbal Sobhan Chowdhury on Sagar-Runi Murder - MP3-Mono

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান