স্বীকৃতি পেলো সিরিয়ার বিদ্রোহীরা
২৬ মার্চ ২০১৩মঙ্গলবার দোহায় শুরু হয়েছে আরব শীর্ষ সম্মেলন৷ তবে ২২টি দেশের এ জোটে অনেক গুরুত্বপূর্ণ আরব নেতারাই এবার থাকছেন না৷ সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ এবং ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি কাতারের রাজধানীতে যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে৷ সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের অংশ না নেয়ার কারণটা অবশ্য অন্য৷ দু'বছর আগে সে দেশে যুদ্ধ শুরু হওয়ার পরই আসাদের প্রতি রক্তপাত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল৷ সে আহ্বানে সাড়া না দেয়ায় ২০১১ সালের নভেম্বরে আরব লিগ থেকে বহিষ্কার করা হয় সিরিয়াকে৷
অন্যদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই আরব অঞ্চলের অনেকগুলো দেশের সমর্থন পেয়ে আসছে সিরিয়ার বিদ্রোহীরা৷ এবার সেই সমর্থন একভাবে আনুষ্ঠানিক স্বীকৃতিও পেল৷ দোহার শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ দিয়ে আরেকবার বুঝিয়ে দেয়া হলো বিদ্রোহী অর্থাৎ বাশার আল-আসাদের সরকারের বিরোধীদের পাশেই আছে আরব লিগ৷ ওদিকে বিরোধীদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে দেয়ায় প্রত্যাশিতভাবেই ক্ষোভ প্রকাশ করেছে সিরিয়া সরকার৷ সে দেশের দৈনিক আল-থাওরাকে এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘‘সিরিয়ার চুরি যাওয়া আসনটি (আরব) লিগ ডাকু আর বদমাশদের দিয়েছে৷''
এসিবি/ডিজি (এএফপি)