1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

১৫ মার্চ ২০১৩

ব্রাসেলসে ইইউ শীর্ষ বৈঠকে আলোচনার শীর্ষে অন্যতম বিষয় সিরিয়া৷ বিদ্রোহীদের অস্ত্র দিয়ে শক্তি জোগানোর সেই চেষ্টা খুব গুরুত্ব পাবে রাষ্ট্রনেতাদের এ সম্মেলনে, উদ্দেশ্য প্রেসিডেন্ট আসাদের বিদায় ত্বরান্বিত করা৷

https://p.dw.com/p/17yJN
ছবি: Reuters

দু বছর ধরে অবিরাম যুদ্ধ চলছে সিরিয়ায়৷ প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এ যুদ্ধে এ পর্যন্ত জাতি সংঘের হিসেব অনুযায়ী মারা গেছে কমপক্ষে সত্তর হাজার মানুষ৷ রাশিয়া আর চীন প্রত্যক্ষভাবেই আসাদের পক্ষে৷ বিশ্বের আর প্রায় সব প্রভাবশালী দেশেরই সমর্থন পাচ্ছে বিদ্রোহীরা৷ প্রকাশ্য সমর্থন শুধু আর্থিক এবং মানবিক৷ বিদ্রোহীরা অস্ত্রসাহায্য চাইলেও ইউরোপীয় ইউনিয়ন সে দাবি এতদিন মেনে নেয়নি৷

তবে আসাদবিরোধীদের জন্য সুখবর – ইউরোপের বড় দুই শক্তি ব্রিটেন আর ফ্রান্স এখন তাদের প্রতি আগের চেয়ে আরো বেশি সহানুভূতিশীল৷ রাশিয়া আসাদ সরকারকে বিদ্রোহীদেরও অস্ত্র দিয়ে মৃত্যুর মিছিল যত তাড়াতাড়ি সম্ভব থামাতে সমস্যা কোথায়? একযোগে এই প্রশ্ন তুলেছে ফ্রান্স আর ব্রিটেন৷

গত ২৮শে ফেব্রুয়ারি তিন মাসের মধ্যে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করার প্রস্তাব বিবেচনাতেই না নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইইউ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আর ফরাসি প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া ওলঁদ-এর এক কথা – এবারের ব্রাসেলস বৈঠকে বিদ্রোহীদের অস্ত্র দেয়ার একটা ব্যবস্থা করার চেষ্টা তাঁরা করবেন৷ এমন এক সিদ্ধান্ত নেয়ার জন্য ইইউ-র প্রতি আগাম আহ্বানও জানিয়ে রেখেছেন তাঁরা৷

বৃহস্পতিবার শুরু হয়েছে ব্রাসেলস শীর্ষ সম্মেলন৷ দু দিনের সম্মেলন শেষেই জানা যাবে বাশার আল আসাদকে সরানোর এ উদ্যোগ ইইউ-র অধিকাংশ সদস্য দেশের সমর্থন পায় কিনা৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য