1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্রেক্সিট'-এর বিপক্ষে ওবামা!

২২ এপ্রিল ২০১৬

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা – তা নিয়ে ২৩ জুন একটি গণভোট অনুষ্ঠিত হবে৷ তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইইউ-তে ব্রিটেনের থাকার পক্ষেই তাঁর শক্ত অবস্থানের কথা জানিয়েছেন৷

https://p.dw.com/p/1IafI
লন্ডনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
ছবি: picture alliance/dpa/H. Mckay

ব্রিটেন সফররত ওবামার একটি প্রবন্ধ শুক্রবার ‘দ্য ডেইলি টেলিগ্রাফ' পত্রিকায় প্রকাশিত হয়েছে৷ সেখানে তিনি বলেন, ‘‘ইইউ-র সদস্যপদ ব্রিটেনের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে এবং ঐ সদস্যপদ দেশটির বৈশ্বিক প্রভাবের জন্য হুমকি নয়৷'' ওবামা বলেন, ব্রিটেন ইইউ-তে থাকবে কিনা – সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধু ব্রিটিশ নাগরিকদেরই রয়েছে, তবে ব্রিটেনের ইইউ সদস্যপদের প্রতি যুক্তরাষ্ট্রের ‘গভীর আগ্রহ' রয়েছে৷

ওবামার এমন বক্তব্যকে ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছেন ব্রেক্সিটের পক্ষের নেতারা৷ ব্রিটেনের ইইউ-বিরোধী রাজনৈতিক দল ইন্ডিপেন্ডেন্টস পার্টির নেতা নাইজেল ফারাজে বলেছেন, ওবামার এই ব্যাপারে ‘জড়ানো ঠিক নয়'৷ সাবেক মন্ত্রী ইয়ান ডানকান স্মিথ বলেন, তিনি বুঝতে পারছেন না একজন মার্কিন নেতার এই ব্যাপারে জড়িত হওয়া কীভাবে ‘যুক্তিসঙ্গত' হতে পারে৷ এছাড়া প্রায় ১০০ জন ব্রিটিশ সাংসদ তাঁদের অসন্তোষের বিষয়টি লন্ডনের মার্কিন রাষ্ট্রদূতকে লিখিতভাবে জানিয়েছেন৷

ব্রিটেন থেকে ওবামা রবিবার জার্মানিতে আসবেন৷ এখানে তিনি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন৷

জার্মানির সবচেয়ে বড় অলাভজনক সংস্থা ‘ব্যার্টেলসমান ফাউন্ডেশন' সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে তাদের অর্থনীতি ৩০০ বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

আপনি কি ব্রেক্সিট, মানে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান