ইউরোপে ব্রিটেনের ভবিষ্যৎ
১৮ ডিসেম্বর ২০১৫গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সময়টা ভালো যাচ্ছে না৷ আর্থিক ও অর্থনৈতিক সংকট, গ্রিস সহ দক্ষিণ ইউরোপের দেশগুলির দুর্বলতা কাটানোর চ্যালেঞ্জ শেষ হতে না হতেই শরণার্থীদের ঢল৷ ফলে অভিন্ন মুদ্রা ইউরো, মুক্ত সীমানার প্রতীক শেঙেন চুক্তির মতো অর্জন বার বার হুমকির মুখে পড়ছে৷ এবার ইইউ-র গুরুত্বপূর্ণ সদস্য ব্রিটেন এই রাষ্ট্রজোট ত্যাগ করার হুমকি দিচ্ছে৷
#Brexit সংক্রান্ত আলোচনায় গোটা দেশ দুই শিবিরে বিভক্ত৷ আপাতত পাল্লাভারি #LeaveEU শিবিরের৷
অন্যদিকে #StrongerIn শিবির যুক্তি দিয়ে মানুষকে ইইউ-ত্যাগ করার পরিণাম সম্পর্কে সচেতন করে দেবার চেষ্টা করছে৷
সে দেশের সরকারের দাবি মেনে সংস্কার না করলে গণভোটে ভোটাররা ইইউ ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেন৷ সরকারের দাবি মানলেও যে ভোটাররা ইতিবাচক রায় দেবেন, তারও কোনো নিশ্চয়তা নেই৷
এই অবস্থায় ২০১৫ সালের শেষ ইইউ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইইউ-র বাকি নেতারা এ বিষয়ে আলোচনা করেছেন৷ ক্যামেরন আলোচনার ফলাফলে অত্যন্ত সন্তুষ্ট৷
তবে ইইউ নেতারা ব্রিটেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, যে অনেক বিষয়ে আলোচনার ঊর্ধ্বে৷
ব্রিটেনের মধ্যেও ইইউ ছেড়ে চলে যাবার প্রশ্নে সতর্ক করে দিচ্ছে ইইউ-পন্থি এক শিবির৷ প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার জন মেজর এই শিবিরের পক্ষে অবস্থান নিয়েছেন৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ