1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটিশ সংসদীয় কমিটির সামনে হাজির হতে রাজি নন মার্ডক

১৪ জুলাই ২০১১

ফোন হ্যাকিং কেলেঙ্কারি সংক্রান্ত ব্রিটিশ সংসদীয় কমিটির সামনে হাজির হতে রাজি হননি মিডিয়া টাইকুন রুপার্ট মার্ডক৷ এদিকে, আটক নিউজ অফ দ্যা ওয়ার্ল্ড-এর আরেক কর্মকর্তা৷ এই কেলেঙ্কারি নিয়ে তদন্ত চাইছে মার্কিন আইনপ্রণেতারাও৷

https://p.dw.com/p/11vOn
epa02818690 Rupert Murdoch (R) Chairman of News Corporation walks from a hotel to his flat with his son James Murdoch (2-R) chief executive of News Coporation Europe and Asia in central London, Britain on 10 July 2011.The final edition of the 168 year old British Sunday newspaper, the News of The World went on sale on 10 July 2011 after James Murdoch announced it's closure following further revelations over phone hacking. EPA/FACUNDO ARRIZABALAGA +++(c) dpa - Bildfunk+++
জেমস এবং রুপার্ট মার্ডকছবি: picture alliance / dpa

ফোন হ্যাকিং কেলেঙ্কারি

নিউজ কর্পোরেশনের মালিক রুপার্ট মার্ডক এবং তাঁর পুত্র জেমস কে আগামী মঙ্গলবার ব্রিটিশ এমপিদের সামনে হাজির হতে শমন জারি করা হয়৷ ফোন হ্যাকিং কেলেঙ্কারির বিষয়ে নানা তথ্য তাদের কাছ থেকেই জানতে চাচ্ছিলেন ব্রিটিশ সংসদীয় কমিটি৷ কিন্তু মার্কিন নাগরিক রুপার্ট এবং তাঁর পুত্র জেমস - দু'জনের কেউই সংসদীয় মিডিয়া কমিটির সামনে হাজির হতে রাজি হননি৷ রুপার্ট মার্ডক সরাসরি এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেছেন, সরকারি তদন্তে নিয়োজিত বিচারপতির সামনে হাজির হতে রাজি তিনি৷ জেমস জানিয়েছেন, আগামী মঙ্গলবার নয়, অন্য কোন সময়ে কমিটির সামনে হাজির হতে পারেন তিনি৷ নিউজ কর্পোরেশনের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস অবশ্য সংসদীয় কমিটির সামনে হাজির হতে সম্মত হয়েছেন৷

ব্রিটিশ রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ নিউজ কর্পোরেশনের শীর্ষ কর্তাদেরকে সংসদীয় কমিটির সামনে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন৷ একইসঙ্গে তিনি ব্রিটিশ গণমাধ্যম নীতি সংস্কারের পক্ষেও মত দিয়েছেন৷ বিশেষ করে বাকস্বাধীনতা, জবাবদিহিতার ভিত্তিতে গণমাধ্যমের সংস্কারের পক্ষে নিক ক্লেগ৷

epa02817269 Members of staff from the News of The World cry as the walk from the headquarters of News International in London, Britain on 09 July 2011. News of The World journalists are preparing the last edition of the 168 year old paper after James Murdoch announced it's closure after further revelations over phone hacking. EPA/FACUNDO ARRIZABALAGA +++(c) dpa - Bildfunk+++
বন্ধ হয়ে গেছে নিউজ অফ দ্যা ওয়ার্ল্ডছবি: picture alliance / dpa

আরো একজন আটক

বৃহস্পতিবার সকালে ৬০ বছর বয়সি নেইল ওয়েলিসকে আটক করেছে লন্ডন পুলিশ৷ নিউজ অফ দ্যা ওয়ার্ল্ড এর সাবেক নির্বাহী সম্পাদক তিনি৷ বিবিসি জানিয়েছে, আটকের পর ওয়েলিসকে পশ্চিম লন্ডনের একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ গত জানুয়ারিতে নতুন করে ফোন-হ্যাকিং বিষয়ক তদন্ত শুরু করে লন্ডন পুলিশ৷ এরপর এখন পর্যন্ত আটক করা হয়েছে নয়জনকে৷

মার্কিন আইন

এই মিডিয়া গোষ্ঠী কোন মার্কিন আইন ভঙ্গ করেছে কিনা তা পরীক্ষা করতে তদন্তের আহ্বান জানিয়েছেন তিন মার্কিন আইনপ্রণেতা৷ তাঁর মানে দাঁড়াচ্ছে, আটলান্টিকের দু'পারেই তদন্তের মুখোমুখি হতে পারেন মার্ডক পরিবার৷ মার্কিন সেনেটর জন ডি. রকফেলার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পরিকল্পিত ফোন হ্যাকিং নাইন/ইলেভেন-এ ক্ষতিগ্রস্তদের পরিবার পর্যন্তও বিস্তৃত হতে পারে৷ তাই এই নিয়ে বিশদ তদন্ত প্রয়োজন৷

অন্যান্য গণমাধ্যমের অবস্থা

মূল অভিযোগ যে পত্রিকাকে নিয়ে, নিউজ অফ দ্যা ওয়ার্ল্ড, সেটি ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে৷ এই গোষ্ঠীর অন্যান্য পত্রিকা দ্যা সান, দ্যা টাইমস, দ্যা সানডে টাইমস এর উপর সরাসরি কোন নেতিবাচক প্রভাব এখনো দেখা যাচ্ছে না৷ তবে দুশ্চিন্তায় আছে ওয়াল স্ট্রিট জার্নাল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এই পত্রিকার বেশ সম্মানজনক অবস্থান রয়েছে৷ সেদেশে কেলেঙ্কারির তদন্ত হলে বিপাকে পড়বে ওয়াল স্ট্রিট, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য