1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অডিও আলাপের প্রতিলিপি তৈরি করেছে ফেসবুক

১৪ আগস্ট ২০১৯

ব্যবহারকারীদের অডিও আলাপের প্রতিলিপি তৈরি করতে কয়েকশো ঠিকাদার নিয়োগ দিয়েছে ফেসবুক৷ কিছু ঠিকাদার এই কাজকে ‘অনৈতিক' বলেও আখ্যা দিয়েছেন৷ মার্কিন পত্রিকা ব্লুমবার্গ-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/3Nt8p
ছবি: Reuters

প্রতিলিপি প্রোগ্রাম পরীক্ষা করতে প্রতিষ্ঠানটিতে কাজ করে না, এমন ব্যক্তিদের দিয়ে ব্যবহারকারীদের অডিও আলাপের প্রতিলিপি প্রস্তুত করেছে ফেসবুক৷ যাদের অডিও এই কাজে ব্যবহার করা হয়েছে তাদেরকে না জিজ্ঞাসা করেই সেসব অডিও রেকর্ড করা হয়েছে বলে ব্লুমবার্গ পত্রিকায় লেখা হয়েছে৷ তবে, অডিওগুলো ঠিক কাদের সেই তথ্য ঠিকাদারদের জানানো হয়নি৷

ফেসবুক অডিও রেকর্ড করে প্রতিলিপি প্রস্তুতের কথা স্বীকার করলেও এই কাজে ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে৷ ব্লুমবার্গকে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘‘অ্যাপল এবং গুগলের মতো আমরাও অডিও রিভিউ করতে মানুষের সহায়তা নেয়ার কাজ এক সপ্তাহেরও বেশি সময় আগে বন্ধ করেছি৷''

প্রসঙ্গত, এর আগে ফেসবুক গোপনে এটির ব্যবহারকারীদের অডিও আলাপ শুনে বিজ্ঞাপন সাজায় বলে গুঞ্জন উঠেছিল৷ কিন্তু প্রতিষ্ঠানটি সেই গুঞ্জনকে ‘ষড়যন্ত্র তত্ত্ব' বলে উড়িয়ে দিয়েছে৷ গতবছর মার্কিন কংগ্রেসে এক শুনানিতেও মার্ক জাকারবার্গ জানান যে তার প্রতিষ্ঠান এরকম কিছু করে না৷

তবে, মঙ্গলবার প্রতিষ্ঠানটি অডিও রেকর্ড করার কথা স্বীকার করে বলেছে যে শুধুমাত্র যেসব ব্যবহারকারী তাদের অডিও চ্যাট রেকর্ড করার অনুমতি দিয়েছে, তাদের অডিও রেকর্ড করা হয়েছে৷

ব্লুমবার্গ অবশ্য লিখেছে, ফেসবুক কখনোই তার ব্যবহারকারীদের একথা জানায়নি যে তৃতীয় পক্ষ তাদের অডিও রিভিউ করতে পারে৷

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফেসবুক ছাড়াও অ্যামাজন, অ্যাপল এবং গুগলের বিরুদ্ধেও ব্যবহারকারীদের অডিও তৃতীয় পক্ষের মাধ্যমে রিভিউ করানোর অভিযোগ উঠেছে৷ এসব প্রতিষ্ঠান নিজেদের ভয়েস অ্যাসিস্টেন্ট সার্ভিসের উন্নতি ঘটাতে এসব অডিও ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে৷

তবে, এই কাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর অ্যাপল এবং গুগল এমনটা আর করা হবে না বলে নিশ্চিত করেছে৷ আর অ্যামাজন জানিয়েছে যে ভবিষ্যতে শুধুমাত্র ব্যবহারকারীদের অনুমতি নিয়ে তারা এমনটা করবে৷

এআই/এসিবি (এএফপি, রয়টার্স)