বেলআউট নিয়ে সংশয়
৩ অক্টোবর ২০১২ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যে দিন থেকে প্রয়োজনে অনির্দিষ্ট মাত্রার রাষ্ট্রীয় বন্ড কেনার কথা ঘোষণা করেছে, বাজার তখন থেকেই অনেকটা শান্ত হয়ে পড়েছে৷ তবে চলতি সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে রয়েছে সব মহল৷ যেমন আপাতত সবচেয়ে বড় প্রশ্ন হলো, স্পেন শেষ পর্যন্ত বেলআউট'এর আবেদন করবে কি না৷ এই অনিশ্চয়তার ফলে বাজার আবার কিছুটা অশান্ত হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় ইসিবি চলতি সপ্তাহেই কিছু বাড়তি সিদ্ধান্ত নিতে পারে৷ গ্রিস আগামী কিস্তির আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাবে কি না, তাও স্পষ্ট নয়৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক সংস্কার ও ব্যয় সংকোচ কমানোর ক্ষেত্রে এথেন্স সরকারের অগ্রগতি খতিয়ে দেখছে৷ সরকারি ব্যয় সংকোচ নীতির বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভের মুখে শীর্ষ নেতারা নিজেদের অবস্থানে কতটা অটল থাকেন, সে দিকেও লক্ষ্য রাখা হচ্ছে৷
গ্রিসের অভিজ্ঞতার পর কেউ চায় না যে, স্পেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে মারাত্মক সংকটে পড়ুক৷ তাই সময় থাকতেই স্পেনের সমস্যার সমাধানের চেষ্টা চালানো হচ্ছে৷ বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, স্পেনের সরকার আনুষ্ঠানিকভাবে সহায়তার আবেদন করতে চলেছে৷ এর বদলে স্পেনকে অবশ্যই বেশ কিছু কড়া শর্ত মেনে নিতে হবে৷ তবে চলতি সপ্তাহের শেষেই এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কিছু মহলে যে জল্পনা-কল্পনা চলছিল, তা মানতে অস্বীকার করেছে ক্ষমতাসীন রক্ষণশীল দল৷
জার্মানি অবশ্য আরও অপেক্ষা করার পক্ষপাতি৷ সংকট কাটাতে স্পেনের বর্তমান উদ্যোগের ফলাফল দেখতে চায় বার্লিন৷ জার্মান অর্থমন্ত্রীর মতে, তারপরই বেলআউট'এর কথা ভাবা যাবে৷ অন্যদিকে সব মহলের সম্মতি পেলে স্পেন তবেই আবেদন করতে চায়৷ শুধু ইউরোপীয় কমিশনের উৎসাহ সেই ঐকমত্যের জন্য যথেষ্ট নয়৷ কোনো বাড়তি অসম্মানজনক শর্তও মানতে রাজি নয় মাদ্রিদ৷ তাছাড়া একবার এমন পদক্ষেপ নিলে তার পরিণতি সম্পর্কেও আগাম স্পষ্ট ধারণা পেতে চায় সরকার৷ এর আগে স্পেনের সংকটে জর্জরিত ব্যাংকগুলির উদ্ধারের লক্ষ্যে ১০,০০০ কোটি ইউরো আলাদা বেলআউট'এর ব্যবস্থা করেছিল ইউরো এলাকার দেশগুলি৷ প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই'এর সরকারের ধারণা, বাস্তবে ৪,০০০ কোটি ইউরো'র বেশি প্রয়োজন হবে না৷
সামগ্রিকভাবে ইউরো এলাকার অন্যান্য দেশগুলির জন্য আর্থিক সহায়তার প্রশ্নে জার্মানি দ্বিধায় ভুগছে৷ মনে রাখতে হবে, যে কোনো সহায়তা প্যাকেজে জার্মানির ভাগই সবচেয়ে বেশি৷ ক'দিন আগেই স্পেনের ব্যাংকগুলির জন্য সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গ্রিস, সাইপ্রাস, স্পেন – জার্মান সংসদ একের পর এক দেশের জন্য সহায়তার সিদ্ধান্ত সহজে অনুমোদন করবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ম্যার্কেল'এর সরকার৷ তাই অনেকগুলি দেশের প্রয়োজন একসঙ্গে মেটানোর পথে চলতে চায় জার্মানি৷
ইউরো এলাকায় বেকারত্বের হার আগস্ট মাসে রেকর্ড ১৮.২ শতাংশের মাত্রা ছুঁয়েছে৷ ফলে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ পর পর ৬ বছর ধরে মন্দার কবলে রয়েছে গ্রিস৷ মন্দার রেশ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)