1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতকে নিষিদ্ধ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ জানুয়ারি ২০১৩

যুদ্ধাপরাধে জড়িত থাকার অপরাধে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার আবেদন নিয়ে আদালতে যাওয়া যায়৷ আর সরকারও চাইলে বিশেষ ক্ষমতা আইনে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে পারে৷

https://p.dw.com/p/17Rzq
Bangladeshi police officers escort Delwar Hossain Sayeedi, center with cap, a leader of Bangladesh's largest Islamic party Jamaat-e-Islami, as he comes out after appearing before a special tribunal in Dhaka, Bangladesh, Monday, Nov. 21, 2011. The prosecution has begun reading out the allegations Sayedee who is being tried by the international crimes tribunal on charges of committing crimes against humanity during the Bangladesh Liberation war in 1971. (AP Photo/Pavel Rahman)
ছবি: AP

জামায়াতের সাবেক নেতা আবুল কালাম আযাদের বিরুদ্ধে দেয়া রায়ে ট্রাইব্যুনাল অভিমত দিয়েছে যে জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে একাত্তরে মানবতা বিরোধী যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল৷ আর নির্বাচন কমিশন বলেছে, আদালতের আদেশ পেলে তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করবেন৷ নিজেদের উদ্যোগে কিছু করবেন না৷ এই পরিস্থিতি নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক৷ তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যক্তির অপরাধের বিচার করে, কোন সংগঠন বা দলের অপরাধের নয়৷

An activist of the Communist Party of Bangladesh (CPB) holds a Bangladesh flag as he lies down on a street during a strike in Dhaka December 18, 2012. The CPB and the Bangladesh Samajtantrik Dal (BSD) called for a countrywide shutdown on Tuesday, demanding a ban on the Jamaat-e-Islami, a radical Islamist party, and for a quicker trial of war criminals, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: CIVIL UNREST POLITICS TPX IMAGES OF THE DAY)
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছেছবি: Reuters

তবে সরকার চাইলে বিশেষ ক্ষমতা আইনে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে পারে৷ এমনকি কোন ব্যক্তিও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আবেদন নিয়ে আদালতে যেতে পারে৷

তিনি জানান, নির্বাচন কশিনেরও সুযোগ আছে জামায়াতের নিবন্ধন বাতিল করার৷ তারা যদি দেখে জামায়াত নিবন্ধনের শর্ত ভঙ্গ করছে তাহলে তারা ব্যবস্থা নিতে পারে৷

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে৷ কিন্তু ৭৫-এর ১৫ই আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়৷ জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জামায়াত আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য