জামায়াতকে নিষিদ্ধ
২৬ জানুয়ারি ২০১৩জামায়াতের সাবেক নেতা আবুল কালাম আযাদের বিরুদ্ধে দেয়া রায়ে ট্রাইব্যুনাল অভিমত দিয়েছে যে জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে একাত্তরে মানবতা বিরোধী যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল৷ আর নির্বাচন কমিশন বলেছে, আদালতের আদেশ পেলে তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করবেন৷ নিজেদের উদ্যোগে কিছু করবেন না৷ এই পরিস্থিতি নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক৷ তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যক্তির অপরাধের বিচার করে, কোন সংগঠন বা দলের অপরাধের নয়৷
তবে সরকার চাইলে বিশেষ ক্ষমতা আইনে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে পারে৷ এমনকি কোন ব্যক্তিও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আবেদন নিয়ে আদালতে যেতে পারে৷
তিনি জানান, নির্বাচন কশিনেরও সুযোগ আছে জামায়াতের নিবন্ধন বাতিল করার৷ তারা যদি দেখে জামায়াত নিবন্ধনের শর্ত ভঙ্গ করছে তাহলে তারা ব্যবস্থা নিতে পারে৷
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে৷ কিন্তু ৭৫-এর ১৫ই আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়৷ জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জামায়াত আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়৷