বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি
২৮ অক্টোবর ২০১১বুধবার আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত যুদ্ধপরাধীদের পক্ষে অবস্থান নেয়ায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান৷
এর জবাবে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক শুক্রবার সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন৷ সংসদের বাইরের কোনও বিষয় নিয়ে ৬৮ বিধিতে আলোচনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি৷ আলোচনার জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ থাকলেও, নজিরবিহীনভাবে তা করা হয়েছে তিন ঘণ্টাব্যাপী৷ এতে ১৫ জন বক্তব্য রেখেছেন৷ তিনি বলেন, এ সংসদ সম্পূর্ণ অকার্যকর৷
জয়নুল আবদীন ফারুকের দাবি, বতর্মান সরকার তত্ত্বাবায়ক পদ্ধতিকে খুন করেছে৷ তারা বিল এনে এ পদ্ধতি পুনর্বহাল করলে বিএনপি সংসদে যাবে৷ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করতে বিএনপি বেসরকারি বিল আনলে সংসদে তা কণ্ঠভোটে নাকচ হতে পারে৷ তাই সরকারি দলকেই এ বিল আনতে হবে৷ ১৯৯৬ সালের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের সরকারের আমলে শেখ হাসিনাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালে সরকারি দল হিসেবে খালেদা জিয়াই বিল পাস করিয়েছিলেন৷
এদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নতুন কোন বিল নয়, বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে নির্বচনে আসতে হবে৷ যুদ্ধপরাধীদের বিচার শুরু হওয়ায় বিএনপি এখন আবোলতাবোল বকছে৷ এক সপ্তাহের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার ইঙ্গিত দেন তিনি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক